পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯: ১০
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৩১

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সোনালি আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। অপরদিকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে কৃষকেরা পাটের আবাদ করেছেন। পাটের ভালো দাম পাওয়াই কৃষকের মুখে হাসি ফুটেছে।

কৃষকেরা এখন পাট কাটা, পানিতে ডোবানো ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে পাট থেকে আঁশ ছাড়ানোর পর শুকিয়ে বাজারে বিক্রি করছেন।

গত বছর পাটের দাম ভালো ছিল। এ আশায় এ বছরও অধিক জমিতে পাটের আবাদ করেন এই উপজেলার কৃষকেরা।

তবে অন্য উপজেলার তুলনায় এ বছর এখানে বৃষ্টি কম হয়েছে। বৃষ্টি বেশি হলে পাটের মান আরও ভালো হতো। এতে কৃষকেরা দামও ভালো পেতেন। এমনটাই জানালেন মালিদহ গ্রামের কৃষক মিজানুর রহমান।

উপজেলার কোতোয়ালিবাগ গ্রামের কৃষক আব্দুল আজিজ বলেন, বর্তমানে বাজারে পাট ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা প্রতি মণ দরে বিক্রি হচ্ছে। যদিও প্রথমে দাম ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা মণ ছিল।

একই গ্রামের কৃষক রতনপুরের মামুনুর বলেন, বিঘাপ্রতি হালচাষ, সার-বীজ, সেচ-নিড়ানি, পাট কাটা, ধোয়া শুকানোয় ব্যয় ৭-৮ হাজার টাকা। প্রতি বিঘায় পাট পাওয়া যাচ্ছে ১০-১২ মণ। ৩ হাজার টাকা মণ দরে বিক্রি করলে প্রায় ৩৬ হাজার টাকা পাওয়া যায়। এতে খরচ বাদে বিঘাপ্রতি ২৫-৩০ হাজার টাকা লাভ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও অতিরিক্ত ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বাংলাদেশে গবেষণা দ্বারা উদ্ভাবিত রবি-১ ও ফাল্গুনি তোষা জাতের পাটের গুণগতমান আগের চাষ করা পাটের তুলনায় আরও ভালো বলে তিনি জানান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত