যে রহস্য আজও অজানা

লাইভ সায়েন্স
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৭
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ১৩

হাজার বছর ধরে সাহিত্যিকের লেখা কিংবা গল্পকথায় বিচরণ করছে রাজা আর্থার নামক এক যোদ্ধার বীরত্বগাথা। গোলটেবিলের যোদ্ধা ক্যামেলট, জাদুঘর মার্লিন কিংবা এক্সক্যালিবার তলোয়ার সে গল্পের অবিচ্ছেদ্য অংশ। কথিত আছে, খ্রিষ্টীয় পঞ্চম শতকের শেষে এবং ষষ্ঠ শতকে নরওয়ে, আয়ারল্যান্ড, ডেনমার্কসহ পাশের দেশগুলো থেকে স্যাক্সনদের ভয়াবহ হামলা, লুণ্ঠন এবং নরহত্যায় নারকীয় এক ধ্বংসস্তূপে পরিণত হয় ব্রিটেন। তখন প্রবাদপুরুষ হিসেবে আবির্ভাব ঘটে রাজা আর্থারের। অসীম বীরত্বের পরিচয় দিয়ে প্রতিহত করেন শত্রুদের। তবে রাজা আর্থার সত্যি সত্যিই ছিলেন কি না, তা এখনো রহস্য হয়েই আছে। এ রহস্য ডালপালা মেলে ব্রিটেনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা কিছু ছাপের ফলে। এর মধ্যে কর্নওয়ালের টিনটেজেলে অবস্থিত একটি ভাস্কর্য অন্যতম। তবে রাজা আর্থার এ এলাকায় বসবাস করতেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

লাইভ সায়েন্স

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত