আ.লীগ প্রার্থীসহ ৪ জন জামানত হারালেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০৯: ১৫
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৮

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদির (নৌকা) ৩৫৯ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুর রাশিদ (হাতপাখা) ৭২৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক (ঘোড়া) ২৬৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. আজিম উদ্দিন খান (আনারস) ১২১ ভোট। মো. আব্দুল কাদির ৭ প্রার্থীর মধ্যে পঞ্চম হয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর ইউপিতে ভোটার সংখ্যা ২৫ হাজার ৩৫৬ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ১৭ হাজার ৬০৫টি। নিয়ম অনুযায়ী জামানত ফেরত পেতে প্রদত্ত ভোটের ৮ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে জামানত ফেরতের জন্য তাদের প্রত্যেকের ২ হাজার ২০০টি করে ভোটের দরকার ছিল। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদির পেয়েছেন প্রদত্ত ভোটের মাত্র ১ দশমিক ৪১ শতাংশ, আব্দুর রাশিদ পেয়েছেন ২ দশমিক ৮৫ শতাংশ, এরশাদুল হক পেয়েছেন ১ দশমিক ৪ শতাংশ ও আজিম উদ্দিন খান পেয়েছেন দশমিক ৪৭ শতাংশ ভোট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত