ওয়েব সিরিজে একসঙ্গে জাহিদ-তৌকীর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৮: ১৯
Thumbnail image

পাশাপাশি বসে আছেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। দুজনের হাতেই চিত্রনাট্য। মনোযোগ দিয়ে পড়ছেন। এমনটাই দেখা গেল প্রযোজক শাহরিয়ার শাকিলের অফিসে।

‘হালদা’ সিনেমায় তৌকীরের পরিচালনায় অভিনয় করেছিলেন জাহিদ হাসান। আবারও কি একসঙ্গে দেখা দিচ্ছেন তাঁরা? প্রযোজক শাকিল বললেন, ‘জাহিদ-তৌকীর আবারও এক হয়েছেন একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য। প্রথমবারের মতো একসঙ্গে কোনো ওয়েব সিরিজে দেখা যাবে তাঁদের।’

সিরিজের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে ঠিক হয়ে গেছে শুটিংয়ের দিনক্ষণ। সোমবার থেকে শুরু হয়ে এক সপ্তাহ চলবে শুটিং। রহস্য থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করবেন গৌতম কৈরী। গল্পও তাঁর লেখা। প্রযোজনায় আলফা আই। অভিনয়ে আরও থাকবেন সানজিদা প্রীতি ও তানজিকা আমিন। শুটিংয়ের আগে নিজেদের চরিত্র, সংলাপ ঝালাই করতে একত্রে বসেছিলেন সিরিজের নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

মাস তিনেক আগে একই প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে পাওয়া গিয়েছিল আরেকটি ছবি। সেখানে জাহিদ হাসানের পাশে ছিলেন মাহফুজ আহমেদ। এ প্রতিষ্ঠানের ব্যানারে একটি সিরিজে জাহিদ-মাহফুজের একসঙ্গে অভিনয় করার কথা ছিল। পরিচালনায়ও ছিল গৌতম কৈরীর নাম। তবে কি সিরিজটিতে মাহফুজের বদলে তৌকীর আহমেদ যুক্ত হলেন? প্রযোজক শাকিল বলেন, ওটা আলাদা প্রজেক্ট। শিগগিরই ওটার ব্যাপারেও ঘোষণা আসবে।

অনেক দিন হলো অভিনয় ও পরিচালনা থেকে দূরে আছেন তৌকীর আহমেদ। মাঝে কিছুদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি ফিরেছেন দেশে। থাকবেন মাস দুয়েক। এর মধ্যে কয়েকটি ওয়েব কনটেন্ট ও নাটকে অভিনয় করবেন। নতুন সিনেমা নির্মাণের কথাও চলছে। এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘মাস দুয়েক দেশে আছি। দু-একটি কাজে অভিনয় করার চেষ্টা থাকবে। পাশাপাশি সিনেমা নির্মাণের প্রস্তুতি নেব। আগামী বছর শুট শুরু করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত