নিয়াজ মোরশেদ, আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর তিন মাথার মোড়ে সড়কের ওপর বসে অস্থায়ী কাঁচাবাজার। প্রতিদিন দুই ঘণ্টা বসা এই বাজারে কৃষক ও পাইকারদের কাছ থেকে মসজিদের নামে খাজনার টাকা তোলেন কয়েক ব্যক্তি। তাঁরা ওই টাকা নিজেরাই নিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, প্রতিদিন ভোর ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত পূর্ণ গোপীনাথপুর তিন মাথার মোড়ে হাট বসে। হাটে আসা ব্যাপারীরা কৃষকদের কাছ থেকে সবজি কিনে বিভিন্ন হাটে গিয়ে তা বিক্রি করেন। এই হাটে লাউ, মুলা, বেগুন, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি বিক্রি করেন কৃষকেরা। হাটে প্রতিদিন ৩০০-৪০০ কৃষক কাঁচা সবজি বিক্রি করতে আসেন।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিনসহ কয়েকজন মসজিদের নামে ওই অস্থায়ী হাট থেকে খাজনার টাকা তোলেন। অস্থায়ী হাটের টাকা কেউ মসজিদে জমা দেন না। তাঁরা টাকার কোনো হিসাব দেন না কাউকে।
ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘স্থানীয় কয়েক ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা আদায় করেন; কিন্তু কোনো রসিদ দেন না। তাঁরা বলেন এটা নাকি মসজিদের টাকা।’
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বোরহান উদ্দিন হাটের টাকা তোলেন। তিনি ওই টাকা কোথায় জমা দেন, কী তাঁর হিসাবনিকাশ কেউ জানেন না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এই অস্থায়ী হাটের টাকা তুলতে নিষেধ করেছিলেন; কিন্তু বোরহান উদ্দিন তা শোনেননি।
অভিযোগ অস্বীকার করে বোরহান উদ্দিন বলেন, ‘আমি একটি টাকাও নিজের পকেটে রাখি না। সব টাকা মসজিদে জমা দিই। আমার বিরুদ্ধে টাকা আত্মসাতের যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা।’
পূর্ণ গোপীনাথপুর তিন মাথা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘অস্থায়ী এই হাটের তিনটি অংশে ভাগ করে টাকা আদায় করা হয়। আমার দোকানের সামনে আমি টাকা তুলে সেটি মসজিদে জমা দিই। আগে রসিদ দিয়ে টাকা আদায় হতো, এখন সেটি আর হয় না।’
পূর্ণ গোপীনাথপুর তিন মাথা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদ বলেন, রসিদের মাধ্যমে টাকা আদায় করা হয়। ওরা কেউ টাকার হিসাব মসজিদে জমা দেয়নি।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘পূর্ণ গোপীনাথপুর তিন মাথায় সকালে একটি ছোট হাট বসে। তবে কিছু ব্যক্তি হাটের নামে টাকা তোলেন সেটি আমিও শুনেছি। কাল সকালে আমি নিজে ওই হাটে গিয়ে দেখব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান বলেন, ‘পূর্ণ গোপীনাথপুর তিন মাথার মোড়ে সড়কের ওপর কোনো হাট বসার অনুমতি নেই। সেখানে কেউ খাজনার টাকা আদায় করলে সেটি বেআইনিভাবে তুলছেন।
আমি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর তিন মাথার মোড়ে সড়কের ওপর বসে অস্থায়ী কাঁচাবাজার। প্রতিদিন দুই ঘণ্টা বসা এই বাজারে কৃষক ও পাইকারদের কাছ থেকে মসজিদের নামে খাজনার টাকা তোলেন কয়েক ব্যক্তি। তাঁরা ওই টাকা নিজেরাই নিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, প্রতিদিন ভোর ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত পূর্ণ গোপীনাথপুর তিন মাথার মোড়ে হাট বসে। হাটে আসা ব্যাপারীরা কৃষকদের কাছ থেকে সবজি কিনে বিভিন্ন হাটে গিয়ে তা বিক্রি করেন। এই হাটে লাউ, মুলা, বেগুন, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি বিক্রি করেন কৃষকেরা। হাটে প্রতিদিন ৩০০-৪০০ কৃষক কাঁচা সবজি বিক্রি করতে আসেন।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিনসহ কয়েকজন মসজিদের নামে ওই অস্থায়ী হাট থেকে খাজনার টাকা তোলেন। অস্থায়ী হাটের টাকা কেউ মসজিদে জমা দেন না। তাঁরা টাকার কোনো হিসাব দেন না কাউকে।
ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘স্থানীয় কয়েক ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা আদায় করেন; কিন্তু কোনো রসিদ দেন না। তাঁরা বলেন এটা নাকি মসজিদের টাকা।’
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বোরহান উদ্দিন হাটের টাকা তোলেন। তিনি ওই টাকা কোথায় জমা দেন, কী তাঁর হিসাবনিকাশ কেউ জানেন না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এই অস্থায়ী হাটের টাকা তুলতে নিষেধ করেছিলেন; কিন্তু বোরহান উদ্দিন তা শোনেননি।
অভিযোগ অস্বীকার করে বোরহান উদ্দিন বলেন, ‘আমি একটি টাকাও নিজের পকেটে রাখি না। সব টাকা মসজিদে জমা দিই। আমার বিরুদ্ধে টাকা আত্মসাতের যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা।’
পূর্ণ গোপীনাথপুর তিন মাথা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘অস্থায়ী এই হাটের তিনটি অংশে ভাগ করে টাকা আদায় করা হয়। আমার দোকানের সামনে আমি টাকা তুলে সেটি মসজিদে জমা দিই। আগে রসিদ দিয়ে টাকা আদায় হতো, এখন সেটি আর হয় না।’
পূর্ণ গোপীনাথপুর তিন মাথা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদ বলেন, রসিদের মাধ্যমে টাকা আদায় করা হয়। ওরা কেউ টাকার হিসাব মসজিদে জমা দেয়নি।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘পূর্ণ গোপীনাথপুর তিন মাথায় সকালে একটি ছোট হাট বসে। তবে কিছু ব্যক্তি হাটের নামে টাকা তোলেন সেটি আমিও শুনেছি। কাল সকালে আমি নিজে ওই হাটে গিয়ে দেখব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান বলেন, ‘পূর্ণ গোপীনাথপুর তিন মাথার মোড়ে সড়কের ওপর কোনো হাট বসার অনুমতি নেই। সেখানে কেউ খাজনার টাকা আদায় করলে সেটি বেআইনিভাবে তুলছেন।
আমি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে