Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, প্রচারে বাধা

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ২৮
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, প্রচারে বাধা

ধনবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ধোপাখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টুর এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। ওই ইউপির নৌকার প্রার্থীর ছেলে আল-আমিন ও তাঁর সহযোগীরা হামলা করেছেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন।

এ দিকে গুরুতর আহত বাবুল আকন্দকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। বাবুল আকন্দ ধোপাখালী ইউনিয়নের নরিল্ল্য গ্রামের মিন্টু আকন্দের ছেলে।

হামলার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টু বলেন, ‘প্রতিনিয়ত আমার নির্বাচনী কর্মকাণ্ডে বাঁধা দেওয়া হচ্ছে। আমার কর্মীদের মারধর করা হচ্ছে। আমি এর প্রতিকার চাই।’

তবে হামলার ঘটনায় ধোপাখালী ইউপি নির্বাচনের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আকবর হোসেন কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘আমি নির্বাচনী কাজে ব্যস্ত। এ ব্যাপারে কিছু জানি না।’

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া উভয় ঘটনার সত্যতা স্বীকার জানান, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রচার মাইক কেড়ে নেওয়া, পোস্টার ছেঁড়া, ভোট চাইতে বাঁধা দেওয়ার মত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে স্বতন্ত্র প্রার্থীরা থানায় অভিযোগ করেছেন।

এ ছাড়া পাইস্কা ইউপিতে গত শুক্রবার রাঁতে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের পোস্টার ছেঁড়া হয়েছে। এবং গতকাল শনিবার বিকেলে প্রচার মাইক ভেঙে ফেলার অভিযোগ তুলেছেন বাবুল। তিনি একই ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুল মান্নানের কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন। এ ব্যাপারে পাইস্কা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান বিষটি জানানে বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত