Ajker Patrika

তেল না পেয়ে সড়ক অবরোধ বাইকারদের

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ৪৭
তেল না পেয়ে সড়ক অবরোধ বাইকারদের

ঝিনাইদহে মোটরসাইকেল চালকেরা তেল না পেয়ে ঝিনাইদহ-ঢাকা মহাসড় অবরোধ করেন। এতে গত শুক্রবার রাতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরেই ঝিনাইদহের সবকটি পাম্পে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। মোটরসাইকেল ছাড়াও ট্রাক ও প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহনকেও দেখা গেছে পাম্পে দাঁড়িয়ে থাকতে। বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন পাম্প এলাকায় টহল বাড়িয়েছে পুলিশ সদস্যরা।

তেল কিনতে আসা এক ব্যক্তি জানান, ‘হঠাৎ তেলের দাম বেড়েছে শুনে পাম্পে এসেছি তেল কিনতে। তবে যে ভিড় দেখছি তাতে মনে হয় না ভাগ্যে তেল জুটবে।’

খায়রুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, ‘সরকার ঘোষণা দিয়েছে রাত ১২টার পর থেকে তেলের দাম বৃদ্ধি হবে। কিন্তু পাম্প কর্তৃপক্ষ তেল দিচ্ছে না। তেল ফুরিয়ে যাওয়ার অজুহাতে আধা ঘণ্টা আগে থেকেই তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি একটাই তেল দিতে হবে। কারণ সকালে অফিসের কাজে বিভিন্ন জায়গা যাওয়া লাগে। তেল না পেলে গন্তব্যে যেতে পারব না।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ সোহেল রানা জানান, ‘বিশৃঙ্খলা এড়াতে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত