Ajker Patrika

কর আদায়ে ধনীদের চাপে রাখার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০২
কর আদায়ে ধনীদের চাপে রাখার পরামর্শ

কর আদায়ে ধনীদের ওপর আরও চাপ দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। গতকাল এনবিআর কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের ওপর করের বোঝা না চাপানোরও পরামর্শ দিয়ে অর্থনীতি সমিতির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমেদ ও (ভ্যাটনীতি) জাকিয়া সুলতানা।

জাতীয় বাজেটের জন্য সম্পদ আহরণ করতে সরকারকে জরুরি ভিত্তিতে ধনী, বিত্তবান, সম্পদশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান, যারা সম্পদ-আয় ও মুনাফার অর্থমূল্য কম দেখানোর মাধ্যমে সঠিক কর দেয় না, তারা যেন সঠিক পরিমাণ কর দেয়, তা নিশ্চিত করার ওপর জোর দেয় অর্থনীতি সমিতি।

সংগঠনটি মনে করে, করোনার প্রভাবে নিরঙ্কুশ দরিদ্র, হতদরিদ্র, চরম দরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্য-মধ্যবিত্ত মানুষের একটি বড় অংশ আরও দরিদ্র হয়েছে। কর্মসংস্থান খাত সংকুচিত ও বিপর্যস্ত। এর মধ্যে সাধারণ মানুষের ওপর নতুন খড়্গ হয়ে নেমে এসেছে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি।

সংগঠনটির মতে, আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে কোনোভাবেই সংকোচনমূলক না করে বরং বড় করতে হবে। রাজস্ব আহরণের ক্ষেত্রে দরিদ্রদের ওপর প্রত্যক্ষ করের বোঝা না বাড়িয়ে ধনী-বিত্তশালীদের পাশাপাশি শেয়ার-বন্ডের মালিক-প্রতিষ্ঠানের বড় বড় বিনিয়োগের ওপর সম্পদ-কর আরোপ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত