Ajker Patrika

শিশু অপহরণকারীর বিচার দাবিতে বিক্ষোভ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৪৯
শিশু অপহরণকারীর বিচার দাবিতে বিক্ষোভ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শিশু অপহরণ ও নির্যাতনের অভিযোগে স্থানীয় বাসিন্দা নাইচ মিয়ার দৃষ্টান্তমূলক বিচারের দাবি ও থানায় এ সংক্রান্ত মামলা না নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

গত বুধবার দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে এলাকার সব শ্রেণিপেশার শত শত নারী–পুরুষ অংশ নেন। এতে বক্তব্য দেন দামোদরপুরের ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম স্বাধীন, তাজু মিয়া, জহুরুল ইসলাম, ছামিউল ইসলাম, নির্যাতিত শিশুটির বাবা এমদাদুল হক ও মা আনোয়ারা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের এমদাদুল হকের ৯ বছরের শিশু কন্যাকে গত ১৯ ডিসেম্বর দুপুরে জমি থেকে ধান কুড়িয়ে বাড়ি ফেরার পথে অপহরণ করে একই গ্রামের নাইচ মিয়া।

এ ব্যাপারে ভুক্তভোগী শিশুটির মা আনায়ারা বেগম ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম স্বাধীনকে জানান। কিন্তু তিনি এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারেননি। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে শিশুটির মাকে ফিরিয়ে দেয়। শিশু অপহরণকারীর বিরুদ্ধে থানায় মামলা নিতে ও এ ঘটনার সুষ্ঠু বিচার করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, ঘটনার রাতে অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসীর সহায়তায় নাইচের বাড়ির একটি ঘরের টেবিলের নিচে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা কান্তনগর–নলডাঙ্গা সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত