Ajker Patrika

‘শান্তির শহর রাজশাহীর সুখ্যাতি বাড়ছে’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
‘শান্তির শহর রাজশাহীর সুখ্যাতি বাড়ছে’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহীতে আমরা সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করি। বাংলাদেশে তো বটেই, পৃথিবীর মধ্যে অন্যতম শান্তির শহর হিসেবে রাজশাহীকে আমরা পরিচিত করতে পেরেছি। এ কারণে রাজশাহীর সুখ্যাতি ধীরে ধীরে বাড়ছে।’

উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর নবগঠিত ৩০টি ওয়ার্ড কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেছেন। গতকাল শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় মেয়র আরও বলেন, ‘রাজশাহীতে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ ব্যাপারে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এটি রাজশাহীর জন্য হবে বিশাল পাওয়া। এ ছাড়া রাজশাহীতে কেন্দ্রীয় মসজিদ নির্মাণের বিষয়ে আমার কাছে প্রস্তাব এসেছে। আমার পরিকল্পনাতেও সেটি আছে। আপনারা দোয়া করবেন, আমরা রাজশাহীতে বিশ্বমানের কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করতে চাই।’

উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা মো. আব্দুল গণির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুফতি মো. ওমর ফারুক। সভা শেষে দোয়া পরিচালনা করেন পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদাত আলী। বক্তব্য দেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জামাল উদ্দীন মাহমুদ সন্দীপী, উপদেষ্টা মাওলানা বারকুল্লাহ বিন দুররুল হুদা, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, উপদেষ্টা মাওলানা মোকাদ্দাসুল আল ইসলাম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত