পবিপ্রবিতে মহান বিজয় দিবস পালন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২১, ০৭: ৩৯
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ২২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষ, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন হল শাখা ছাত্রলীগ, কর্মচারী পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন, উদীচী শিল্পী গোষ্ঠী, বাঁধন, প্রেসক্লাব দুমকির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জয়বাংলার পাদদেশ থেকে বিজয় দিবসের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বিজয় দিবস প্যারেড স্কয়ারে গিয়ে শেষ হয়।

প্যারেড স্কয়ারে বিশ্ববিদ্যালয় এবং সৃজনি বিদ্যানিকেতনের ছাত্র–ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপাচার্য। এ সময় প্যারেড পরিদর্শন ও বিভিন্ন ডিসপ্লে উপভোগ করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের রচনা প্রতিযোগিতা এবং সৃজনী বিদ্যানিকেতনে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত