চঞ্চলের প্রশংসায় অপর্ণা সেন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৮: ৩৭

১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির ‘পদাতিক’। এ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

মুক্তির পর সিনেমাটি দেখে চঞ্চলের অভিনয়ের প্রশংসা করে ফেসবুকে অপর্ণা সেন লিখেছেন, ‘অভিনয় এই ছবির মস্ত বড় সম্পদ।বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয়ে মৃণাল সেন একেবারে জীবন্ত হয়ে উঠেছেন। চঞ্চল চৌধুরীর কথা বিশেষভাবে বলছি শুধু তাঁর চেহারায় মৃণাল সেনের একটা আদল খুঁজে পাওয়া যায় (যে আদলকে অত্যন্ত চমৎকারভাবে কাজে লাগিয়েছেন পরিচালক) বলেই নয়; চঞ্চলবাবুর পর্দার উপস্থিতি এতটাই জোরালো যে প্রায় যেকোনো চরিত্রেই তিনি ভালো অভিনয় করবেন।

মৃণাল সেনের কণ্ঠস্বর, তাঁর বসার ভঙ্গি, দাঁতের ফাঁকে পাইপ ধরে তাকাবার ধরন, সবকিছু সম্পন্ন হয়েছে আপাত অনায়াস দক্ষতায়। আমরা সকলেই জানি, প্রকৃতপক্ষে অন্য একজন মানুষকে আত্মস্থ করাটা ঠিক কতটা আয়াসসাধ্য। তাই পর্দায় বিশ্বাসযোগ্য মৃণাল সেন হয়ে ওঠার জন্য চঞ্চলবাবুকে কুর্নিশ জানাই। আশা করব উনি পশ্চিমবঙ্গে আরও অনেক ছবিতে অভিনয় করে আমাদের সিনেমাকে সমৃদ্ধ করবেন।’

নির্মাতা সৃজিত মুখার্জিরও প্রশংসা করেছেন অপর্ণা সেন। তাঁর উদ্দেশে তিনি লেখেন, ‘এক নতুন সৃজিতকে খুঁজে পেলাম পদাতিক-এ। সৃজিতের সিনেমাগুলোতে এর আগে নতুন নতুন চমক পেয়েছি, পেয়েছি চাকচিক্য, অভিনবত্ব, টেকনিক-এর খেলা। কিন্তু এতটা গভীরতা কোথায় ছিল এত দিন? আসলে ভালো সিনেমার প্রতি, পূর্বসূরিদের কাজের প্রতি, পরিচালকের একটা আন্তরিক ভালোবাসা জড়িয়ে রয়েছে এই ছবির পরতে পরতে। মৃণাল সেনের সিনেমা ও জীবন নিয়ে সৃজিত যে গভীরভাবে গবেষণা করেছেন, এবং তার চেয়েও বড় কথা, তার সারমর্ম অন্তরে উপলব্ধি করেছেন পদাতিক ছবিটি তার প্রমাণ।’

অপর্ণা সেনশুধু অপর্ণাই নন, পদাতিকের প্রশংসা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরাও। ভারতীয় গণমাধ্যমগুলোতেও ভালো রেটিং পেয়েছে সিনেমাটি। তবে বক্স অফিসে অতটা সাড়া ফেলতে পারেনি এখনো। আগে থেকেই শঙ্কা ছিল কলকাতাজুড়ে আর জি কর-কাণ্ডে আন্দোলনের প্রভাব পড়তে পারে সিনেমাটির ব্যবসায়। নির্মাতা সৃজিতও চেয়েছিলেন সিনেমাটি পিছিয়ে দিতে। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত