Ajker Patrika

ঢাকায় কাল যুদ্ধবিরোধী নাটক ‘ত্রিংশ শতাব্দী’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকায় কাল যুদ্ধবিরোধী নাটক ‘ত্রিংশ শতাব্দী’

নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে হবে নাটকটির ১১৯তম মঞ্চায়ন। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

যুদ্ধ ও আণবিক অস্ত্রবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে ২২ বছর ধরে ‘হিরোশিমা দিবস’ পালনের পাশাপাশি ‘ত্রিংশ শতাব্দী’র নিয়মিত মঞ্চায়ন করছে স্বপ্নদল। গুরুত্বপূর্ণ এই প্রয়াসের জন্য জাপান সরকার দলটিকে মর্যাদাপূর্ণ ‘জাপান ফরেন মিনিস্টারস কমেন্ডেশন’ প্রদান করেছে। প্রযোজনাটি জাপানের প্রধান নাট্যোৎসব ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’, লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাঙলা ড্রামা ২০১৫’, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় (এনএসডি) এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ্গ মহোৎসব ২০১৫’সহ বিভিন্ন আয়োজনে প্রশংসিত হয়েছে।

ত্রিংশ শতাব্দীর কাহিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি নিয়ে। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার- গুলশানে বর্বর হামলা, ধর্মের নামে সংখ্যালঘু নির্যাতন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অমানবিকতা এবং আরও নানা প্রসঙ্গ। বহুমুখী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ উদ্‌ঘাটনের পাশাপাশি এমন কর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্‌ঘাটনের চেষ্টা করা হয়েছে। প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’।

‘ত্রিংশ শতাব্দী’র গ্রন্থিকেরা হলেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, শাখাওয়াত শ্যামল, সোনালী রহমান, জেবুন নেসা, অর্ক অপু, হৃদয় ঘোষ রাজীব ও জাহিদ রিপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত