Ajker Patrika

দক্ষ ও সচেতন অভিবাসী গড়তে সেমিনার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
দক্ষ ও সচেতন অভিবাসী গড়তে সেমিনার

‘মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’- প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনায় ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১টায় নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে এই সেমিনার আয়োজন করা হয়। আয়োজন করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।

নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন প্রশিক্ষক সৈয়দ শাকিল মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তফসির উদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ, নেত্রকোনা পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস কবির রুমেল। সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে প্রত্যেককে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হতে হবে। যে দেশে যাবেন, সেই দেশের ভাষা ও আইনকানুন ভালোভাবে জানতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত