ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য গৃহীত কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শুরু হয়নি। অধিকাংশ প্রকল্পেরই কাজ নির্ধারিত সময়ে শুরু হয়নি বলে জানান উপকারভোগীরা। তবে বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা বলছেন, জেলা আওয়ামী লীগের সম্মেলন থাকায় প্রকল্পের কাজ শুরু করতে পারেননি তাঁরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ইজিপিপির আওতায় স্বাভাবিকভাবে কায়িক পরিশ্রমে অক্ষম অতিদরিদ্র শ্রমিকদের মাথাপিছু ৪০০ টাকা দৈনিক মজুরিতে মাটি কাটার কাজ করানোর কথা প্রকল্পের কার্যাদেশে রয়েছে। গত শনিবার থেকে (২৬ নভেম্বর) উপজেলার সবগুলো ইউনিয়নে একযোগে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয় সরকারিভাবে। ১২টি ইউনিয়নে ৫৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ চলবে ৪০ দিন। এতে ২ হাজার ৮১৪ জন সুবিধাভোগী শ্রমিকের বিপরীতে ৪ কোটি ৫৩ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
এর মধ্যে কুলকান্দী ইউনিয়নের চারটি প্রকল্পে ১৭৭ শ্রমিকের ২৮ লাখ ৩২ হাজার, বেলগাছার দুটি প্রকল্পের জন্য ৪০ লাখ ৪৮ হাজার, চিনাডুলীতে পাঁচটি প্রকল্পে ৩৮ লাখ ৪০ হাজার, সাপধরীতে তিনটি প্রকল্পে ৩০ লাখ ৫৬ হাজার, নোয়াপাড়ার ছয়টি প্রকল্পে ৪০ লাখ ৪৮ হাজার টাকা, ইসলামপুর সদরে পাঁচটিতে ২৫ লাখ ২৮ হাজার, পাথর্শীতে ছয়টি প্রকল্পে ৪৭ লাখ ২০ হাজার, পলবান্ধায় চারটি প্রকল্পে ২১ লাখ ৭৬ হাজার, গোয়ালেরচরে চারটি প্রকল্পে ৪৫ লাখ ৯২ হাজার, গাইবান্ধায় ৮টি প্রকল্পে ৫১ লাখ ৩৬ হাজার, চরপুটিমারীর চারটিতে ৪৮ লাখ ৮০ হাজার এবং চরগোয়ালিনীতে ২১ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চরপুটিমারী ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর প্রকল্পের কাজ শুরু করা হবে।
সাপধরী ইউপি চেয়ারম্যান শাহা আলম মণ্ডল বলেন, জেলা আ.লীগের সম্মেলনের কারণে প্রকল্পের কাজে শ্রমিক দেওয়া হয়নি। পরে কাজ শুরু করা হবে।
চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ বলেন, ‘দলীয় সম্মেলন নিয়ে ব্যস্ত থাকায় প্রকল্পের নির্ধারিত দিনে কাজ করতে পারিনি।’ প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মামুনার রশিদ বলেন, প্রকল্পের কাজ বন্ধ থাকলেও কর্মদিবস বন্ধ থাকে না। কাজ না করলে টাকা দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, যেসব প্রকল্পের কাজ শুরু করা হয়নি, সেগুলো দ্রুত শুরু করা হবে। প্রকল্পের বিল উত্তোলন করা হয় কর্মদিবস হিসাবে, এ ক্ষেত্রে কাজ শুরু না করলে কর্মদিবস অনুযায়ী বিল দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইউএনও নিশ্চুপ থাকেন।
উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘প্রকল্পের বিষয়ে আমি অবগত নই। প্রকল্পের অর্থ লুটপাট করতেই আমাকে হয়তো প্রকল্পের বিষয়ে জানানো হয়নি।’
জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য গৃহীত কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শুরু হয়নি। অধিকাংশ প্রকল্পেরই কাজ নির্ধারিত সময়ে শুরু হয়নি বলে জানান উপকারভোগীরা। তবে বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা বলছেন, জেলা আওয়ামী লীগের সম্মেলন থাকায় প্রকল্পের কাজ শুরু করতে পারেননি তাঁরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ইজিপিপির আওতায় স্বাভাবিকভাবে কায়িক পরিশ্রমে অক্ষম অতিদরিদ্র শ্রমিকদের মাথাপিছু ৪০০ টাকা দৈনিক মজুরিতে মাটি কাটার কাজ করানোর কথা প্রকল্পের কার্যাদেশে রয়েছে। গত শনিবার থেকে (২৬ নভেম্বর) উপজেলার সবগুলো ইউনিয়নে একযোগে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয় সরকারিভাবে। ১২টি ইউনিয়নে ৫৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ চলবে ৪০ দিন। এতে ২ হাজার ৮১৪ জন সুবিধাভোগী শ্রমিকের বিপরীতে ৪ কোটি ৫৩ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
এর মধ্যে কুলকান্দী ইউনিয়নের চারটি প্রকল্পে ১৭৭ শ্রমিকের ২৮ লাখ ৩২ হাজার, বেলগাছার দুটি প্রকল্পের জন্য ৪০ লাখ ৪৮ হাজার, চিনাডুলীতে পাঁচটি প্রকল্পে ৩৮ লাখ ৪০ হাজার, সাপধরীতে তিনটি প্রকল্পে ৩০ লাখ ৫৬ হাজার, নোয়াপাড়ার ছয়টি প্রকল্পে ৪০ লাখ ৪৮ হাজার টাকা, ইসলামপুর সদরে পাঁচটিতে ২৫ লাখ ২৮ হাজার, পাথর্শীতে ছয়টি প্রকল্পে ৪৭ লাখ ২০ হাজার, পলবান্ধায় চারটি প্রকল্পে ২১ লাখ ৭৬ হাজার, গোয়ালেরচরে চারটি প্রকল্পে ৪৫ লাখ ৯২ হাজার, গাইবান্ধায় ৮টি প্রকল্পে ৫১ লাখ ৩৬ হাজার, চরপুটিমারীর চারটিতে ৪৮ লাখ ৮০ হাজার এবং চরগোয়ালিনীতে ২১ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চরপুটিমারী ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর প্রকল্পের কাজ শুরু করা হবে।
সাপধরী ইউপি চেয়ারম্যান শাহা আলম মণ্ডল বলেন, জেলা আ.লীগের সম্মেলনের কারণে প্রকল্পের কাজে শ্রমিক দেওয়া হয়নি। পরে কাজ শুরু করা হবে।
চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ বলেন, ‘দলীয় সম্মেলন নিয়ে ব্যস্ত থাকায় প্রকল্পের নির্ধারিত দিনে কাজ করতে পারিনি।’ প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মামুনার রশিদ বলেন, প্রকল্পের কাজ বন্ধ থাকলেও কর্মদিবস বন্ধ থাকে না। কাজ না করলে টাকা দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, যেসব প্রকল্পের কাজ শুরু করা হয়নি, সেগুলো দ্রুত শুরু করা হবে। প্রকল্পের বিল উত্তোলন করা হয় কর্মদিবস হিসাবে, এ ক্ষেত্রে কাজ শুরু না করলে কর্মদিবস অনুযায়ী বিল দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইউএনও নিশ্চুপ থাকেন।
উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘প্রকল্পের বিষয়ে আমি অবগত নই। প্রকল্পের অর্থ লুটপাট করতেই আমাকে হয়তো প্রকল্পের বিষয়ে জানানো হয়নি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে