বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তিনটি ইটভাটার অনুমোদন না থাকায় বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযান চালিয়ে অনুমতি ছাড়া গড়ে তোলা দুটির চিমনি, কাঁচা ইটসহ অন্য সামগ্রী এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলার অন্যান্য উপজেলার তুলনায় দেরিতে হলেও রোববার নাইক্ষ্যংছড়িতে এই অভিযান চালানো হয়। ইটভাটা তিনটি হলো উপজেলার ঘুমধুম ইউনিয়নের খালেদ সরওয়ার খারেজের মালিকানাধীন কেআরই ব্রিকস্, সাজু বড়ুয়ার মালিকানাধীন ডিএসডিব ব্রিকস্ এবং ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি এলাকার এসএইচবি ব্রিকস্।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশনা বাস্তবায়নের জন্য ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালান। অভিযানে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ইটভাটা দুটির চিমনি, পোড়ানোর জন্য তৈরি কাঁচা ইট, জ্বালানি কাঠসহ অন্য সামগ্রী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একই আদেশে ভাটা দুটির কার্যক্রমও বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন বলেন, ‘ইটভাটা দুটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলে আসছিল। বারবার সতর্ক করার পরও ভাটার কার্যক্রম বন্ধ করেননি মালিকেরা।’
অভিযানে আরও অংশ নেন জুনিয়র কেমিস্ট মো. আব্দুস ছালাম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বান্দরবানে অনুমতি ছাড়া গড়ে ওঠা ইটভাটাগুলো ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের কার্যক্রম বন্ধের বিজ্ঞপ্তি ভাটা এলাকায় ঝুলিয়ে দেওয়া হয়।
এর আগে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সংবাদকর্মীদের বলেছিলেন, বান্দরবানে অনুমতি ছাড়া গড়ে তোলা ভাটায় ইট তৈরি কার্যক্রম চলছিল। তথ্য সংগ্রহ করে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে বান্দরবানের লামার ফাইতং ও আজিজনগর এবং আলীকদমের অবৈধ ইটভাটাগুলো ভ্রাম্যমাণ আদালত স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করে দেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তিনটি ইটভাটার অনুমোদন না থাকায় বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযান চালিয়ে অনুমতি ছাড়া গড়ে তোলা দুটির চিমনি, কাঁচা ইটসহ অন্য সামগ্রী এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলার অন্যান্য উপজেলার তুলনায় দেরিতে হলেও রোববার নাইক্ষ্যংছড়িতে এই অভিযান চালানো হয়। ইটভাটা তিনটি হলো উপজেলার ঘুমধুম ইউনিয়নের খালেদ সরওয়ার খারেজের মালিকানাধীন কেআরই ব্রিকস্, সাজু বড়ুয়ার মালিকানাধীন ডিএসডিব ব্রিকস্ এবং ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি এলাকার এসএইচবি ব্রিকস্।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশনা বাস্তবায়নের জন্য ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালান। অভিযানে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ইটভাটা দুটির চিমনি, পোড়ানোর জন্য তৈরি কাঁচা ইট, জ্বালানি কাঠসহ অন্য সামগ্রী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একই আদেশে ভাটা দুটির কার্যক্রমও বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন বলেন, ‘ইটভাটা দুটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলে আসছিল। বারবার সতর্ক করার পরও ভাটার কার্যক্রম বন্ধ করেননি মালিকেরা।’
অভিযানে আরও অংশ নেন জুনিয়র কেমিস্ট মো. আব্দুস ছালাম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বান্দরবানে অনুমতি ছাড়া গড়ে ওঠা ইটভাটাগুলো ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের কার্যক্রম বন্ধের বিজ্ঞপ্তি ভাটা এলাকায় ঝুলিয়ে দেওয়া হয়।
এর আগে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সংবাদকর্মীদের বলেছিলেন, বান্দরবানে অনুমতি ছাড়া গড়ে তোলা ভাটায় ইট তৈরি কার্যক্রম চলছিল। তথ্য সংগ্রহ করে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে বান্দরবানের লামার ফাইতং ও আজিজনগর এবং আলীকদমের অবৈধ ইটভাটাগুলো ভ্রাম্যমাণ আদালত স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করে দেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে