প্রতীক পাওয়ার আগেই প্রার্থীদের প্রচারযুদ্ধ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০৯: ১৫
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ৩৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা প্রচারে নেমেছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা। নির্বাচিত হলে তাঁরা এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতিও দিচ্ছেন। এদিকে দলীয় প্রতীক নৌকার মনোনীত প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে ভোট চাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বাজার ও গ্রামের চায়ের দোকানে প্রার্থীদের উপস্থিতি, তাঁদের আত্মীয়-স্বজন ও কর্মী-সমর্থকরাও ভোটারদের ভোট চাচ্ছেন।

একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচন নিরপেক্ষ হবে বলে তাঁরা আশাবাদী। কয়েক ধাপে সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। প্রশাসনের ভূমিকাও অত্যন্ত প্রশংসনীয়। তাই তাঁরা দলীয় প্রতীক না পেলেও ব্যক্তি ইমেজে প্রার্থী হয়ে নির্বাচনে প্রচারযুদ্ধে নেমেছেন।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন উপলক্ষে ১০ ইউপিতে ৫৩৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৫ জন, সাধারণ সদস্য পদে ৩৫৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চতুর্থ ধাপের এ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। উল্লেখ্য, ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর থেকে পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত