নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী নাবিলা (ছদ্মনাম)। প্রতি বছর সে ক্লাসে শতভাগ উপস্থিতির পুরস্কার পেয়ে এসেছে। কিন্তু এ বছর আগস্ট থেকে তার মা লক্ষ করেন, নাবিলা আর স্কুলে যেতে চাইছে না। ধীরে ধীরে তিনি জানতে পারেন নাবিলা সাইবার বুলিং এর শিকার। সামাজিক যোগাযোগমাধ্যমে নাবিলার কিছু আপত্তিকর ছবি (সম্পাদনা করা) ছড়িয়ে দেওয়া হয়েছে। এ জন্য স্কুলে গেলেই নানা বিদ্রূপের শিকার হচ্ছে সে। তাই নাবিলা নিজেকে গুটিয়ে ফেলতে শুরু করে। সবকিছু জেনে নাবিলার মা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন এবং নাবিলার জন্য মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম বলছে, নাবিলা একা নয়, দেশে প্রতি মাসে ৯০০ থেকে ১ হাজার কন্যাশিশু সাইবার বুলিংয়ের শিকার হয়। প্রতিদিনের হিসাবে যা ৩০ থেকে ৩৫। শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার হিসাব বলছে, দেশে কন্যাশিশু নির্যাতন বাড়ছে এবং নির্যাতনের ধরনও বদলে যাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘একসময় আমরা বলতাম, কন্যাশিশু নির্যাতন বাড়ছে। এখন আমরা দেখছি, নির্যাতন তো বাড়ছেই, সেই সঙ্গে নির্যাতনের ধরনও পালটে যাচ্ছে। বাসে যৌন হয়রানি ও সাইবার বুলিংয়ের মতো ঘটনাগুলো পাঁচ/দশ বছর আগেও ছিল না। অথচ আজকাল অহরহ এগুলো ঘটছে।’
এই নারী অধিকার কর্মী মনে করেন, বিচারহীনতা, সচেতনতা, প্রয়োজনীয় আইন ও নীতিমালা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাবে কন্যাশিশু নির্যাতন বাড়ছে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ৬২৬ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। আর ২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১১৭-তে। আর এ বছর আগস্ট পর্যন্ত ৫৭৪ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে।
সংস্থাটি বলছে, যৌন নির্যাতনে একটি অপেক্ষাকৃত নতুন ধরন হচ্ছে পর্নোগ্রাফি। সঙ্গে বাড়ছে আরও নানা ধরনের সাইবার অপরাধ। অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছে তিন কন্যাশিশু। পারিবারিক বিবাদ, প্রেমে প্রত্যাখ্যাত হওয়া, সম্পত্তি সংক্রান্ত আক্রোশ ইত্যাদি কারণে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। অপহরণ ও পাচারের শিকার হয়েছে ১৩৬ কন্যাশিশু। এর মধ্যে অপহরণের শিকার হয়েছে ৭৪ জন। এই শিশুদের অধিকাংশ ক্ষেত্রেই জোরপূর্বক যৌনকর্মীর কাজে নিয়োজিত করা হয়।
এই সম্পর্কিত খবর পড়ুন:
রাজধানীর একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী নাবিলা (ছদ্মনাম)। প্রতি বছর সে ক্লাসে শতভাগ উপস্থিতির পুরস্কার পেয়ে এসেছে। কিন্তু এ বছর আগস্ট থেকে তার মা লক্ষ করেন, নাবিলা আর স্কুলে যেতে চাইছে না। ধীরে ধীরে তিনি জানতে পারেন নাবিলা সাইবার বুলিং এর শিকার। সামাজিক যোগাযোগমাধ্যমে নাবিলার কিছু আপত্তিকর ছবি (সম্পাদনা করা) ছড়িয়ে দেওয়া হয়েছে। এ জন্য স্কুলে গেলেই নানা বিদ্রূপের শিকার হচ্ছে সে। তাই নাবিলা নিজেকে গুটিয়ে ফেলতে শুরু করে। সবকিছু জেনে নাবিলার মা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন এবং নাবিলার জন্য মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম বলছে, নাবিলা একা নয়, দেশে প্রতি মাসে ৯০০ থেকে ১ হাজার কন্যাশিশু সাইবার বুলিংয়ের শিকার হয়। প্রতিদিনের হিসাবে যা ৩০ থেকে ৩৫। শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার হিসাব বলছে, দেশে কন্যাশিশু নির্যাতন বাড়ছে এবং নির্যাতনের ধরনও বদলে যাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘একসময় আমরা বলতাম, কন্যাশিশু নির্যাতন বাড়ছে। এখন আমরা দেখছি, নির্যাতন তো বাড়ছেই, সেই সঙ্গে নির্যাতনের ধরনও পালটে যাচ্ছে। বাসে যৌন হয়রানি ও সাইবার বুলিংয়ের মতো ঘটনাগুলো পাঁচ/দশ বছর আগেও ছিল না। অথচ আজকাল অহরহ এগুলো ঘটছে।’
এই নারী অধিকার কর্মী মনে করেন, বিচারহীনতা, সচেতনতা, প্রয়োজনীয় আইন ও নীতিমালা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাবে কন্যাশিশু নির্যাতন বাড়ছে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ৬২৬ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। আর ২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১১৭-তে। আর এ বছর আগস্ট পর্যন্ত ৫৭৪ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে।
সংস্থাটি বলছে, যৌন নির্যাতনে একটি অপেক্ষাকৃত নতুন ধরন হচ্ছে পর্নোগ্রাফি। সঙ্গে বাড়ছে আরও নানা ধরনের সাইবার অপরাধ। অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছে তিন কন্যাশিশু। পারিবারিক বিবাদ, প্রেমে প্রত্যাখ্যাত হওয়া, সম্পত্তি সংক্রান্ত আক্রোশ ইত্যাদি কারণে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। অপহরণ ও পাচারের শিকার হয়েছে ১৩৬ কন্যাশিশু। এর মধ্যে অপহরণের শিকার হয়েছে ৭৪ জন। এই শিশুদের অধিকাংশ ক্ষেত্রেই জোরপূর্বক যৌনকর্মীর কাজে নিয়োজিত করা হয়।
এই সম্পর্কিত খবর পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে