নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় কয়েক হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি লিখিত অভিযোগ দিলে গত সোমবার তদন্তে আসেন প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও ইউএনও মো. শামীম হুসাইন ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে ইটভাটার মালিক ও কৃষান-কৃষানিদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা করি, আমরা তদন্ত শেষে যথাসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেব। তবে ইটভাটাগুলোর ধোঁয়ায় সঠিক কী পরিমাণ জমির ইরি-বোরো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুরো তদন্ত শেষ না করে কিছু বলা যাচ্ছে না।
জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিনাজপুর-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে তিন ফসলি আবাদি জমিতে পাশাপাশি তিনটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এসব ভাটার কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র বা সনদ নেই। আর নীলফামারী জেলা প্রশাসনের অনুমতিপত্র মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। এ তিন ইটভাটার আশপাশে থাকা জমির মালিক কিংবা বর্গাচাষিরা প্রতিবছরের মতো চলতি ইরি-বোরো মৌসুমে ধান চাষ করেন। এসবের মধ্যে আছে বিআর-২৮, বিআর-২৯ সহ বিভিন্ন জাতের ধান। আর এবার আবহাওয়াও অনেকটাই ইরি-বোরোর অনুকূলে থাকায় ধান ভালো হয়েছে।
এদিকে ধানচাষিদের আনীত অভিযোগ সঠিক নয় বলে জানিয়ে এমবিএস ব্রিকসের মালিক মোস্তফা ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, নিয়ম-নীতি মেনে ভাটা পরিচালনা করছি। কয়লা ছাড়া কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয় না।
নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় কয়েক হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি লিখিত অভিযোগ দিলে গত সোমবার তদন্তে আসেন প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও ইউএনও মো. শামীম হুসাইন ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে ইটভাটার মালিক ও কৃষান-কৃষানিদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা করি, আমরা তদন্ত শেষে যথাসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেব। তবে ইটভাটাগুলোর ধোঁয়ায় সঠিক কী পরিমাণ জমির ইরি-বোরো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুরো তদন্ত শেষ না করে কিছু বলা যাচ্ছে না।
জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিনাজপুর-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে তিন ফসলি আবাদি জমিতে পাশাপাশি তিনটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এসব ভাটার কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র বা সনদ নেই। আর নীলফামারী জেলা প্রশাসনের অনুমতিপত্র মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। এ তিন ইটভাটার আশপাশে থাকা জমির মালিক কিংবা বর্গাচাষিরা প্রতিবছরের মতো চলতি ইরি-বোরো মৌসুমে ধান চাষ করেন। এসবের মধ্যে আছে বিআর-২৮, বিআর-২৯ সহ বিভিন্ন জাতের ধান। আর এবার আবহাওয়াও অনেকটাই ইরি-বোরোর অনুকূলে থাকায় ধান ভালো হয়েছে।
এদিকে ধানচাষিদের আনীত অভিযোগ সঠিক নয় বলে জানিয়ে এমবিএস ব্রিকসের মালিক মোস্তফা ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, নিয়ম-নীতি মেনে ভাটা পরিচালনা করছি। কয়লা ছাড়া কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয় না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে