চা-দোকানে গ্যাস বিক্রি

বিয়ানীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০৭: ০৪
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩: ৪০

বিয়ানীবাজার পৌর শহর ও উপজেলার গ্রামগঞ্জের বিভিন্ন হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। উপজেলায় দুই শতাধিক গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান রয়েছে। এর মধ্যে তিন-চারটি দোকানের বিক্রির অনুমোদন রয়েছে। বাকিরা সরকারি আইন ও নীতিমালার তোয়াক্কা না করে, শুধু ট্রেড লাইসেন্স দিয়েই এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। স্থানীয় সচেতন বাসিন্দারা বলছেন, এভাবে যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি শুধু বেআইনিই নয়, ঝুঁকিও। প্রশাসনের পক্ষ থেকে অবাধে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

জানা গেছে, গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতে হলে একজন ব্যবসায়ীকে সরকারি বিধিমোতাবেক কমপক্ষে পাকা মেঝেসহ আধাপাকা ঘর, অগ্নিনির্বাপণ সক্ষমতা-সংক্রান্ত ফায়ার সার্ভিসের লাইসেন্স, মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। একজন ব্যবসায়ী ওই সব শর্ত পূরণ করলেই এলপি গ্যাস বিক্রির নিবন্ধন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

বিয়ানীবাজার পৌরশহর ও উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুদির দোকান, পেট্রল, ডিজেল, কেরোসিনের দোকান, ওয়েল্ডিংয়ের দোকান, আবাসিক ভবন, লাকড়ির দোকান, চায়ের দোকানে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশসহ জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানেও গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। অধিকাংশ গ্যাস সিলিন্ডারের দোকানে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র, নেই মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার। কিছু দোকানে অগ্নিনির্বাপণ যন্ত্র ঝোলানো থাকলেও দোকানিরা জানেন না এর ব্যবহার। অবাধে গ্যাস সিলিন্ডার বিক্রি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির নিয়ম থাকলেও, কখনো কোনো অভিযান পরিচালনা করতে দেখা যায়নি বিয়ানীবাজারে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নজরদারি না থাকার কারণেই যত্রতত্র চলছে গ্যাস সিলিন্ডার বিক্রি।

বৈরাগীবাজারের রুহেল আহমদ বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিক্রির কোনো কাগজপত্র আমার নেই। কয়েক বছর ধরে আমার মুদিদোকানে গ্যাসের সিলিন্ডার বিক্রি করছি। কিন্তু কেউ নিষেধ করেনি। আর গ্যাস সিলিন্ডার তো আমাদের কোথাও গিয়ে আনতে হয় না। গ্যাস কোম্পানিগুলোর গাড়ি দোকানে এসে ডেলিভারি দিয়ে যায়।’

বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মহররম আলী বলেন, এলপিজি গ্যাসের সিলিন্ডার চাইলেই কেউ বিক্রি করতে পারেন না। যাঁরা অনুমোদন ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন, স্থানীয় প্রশাসনের উচিত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর বলেন, ‘আমরা শিগগির অভিযানে বের হব। অবৈধভাবে যাঁরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত