Ajker Patrika

ছেঁড়া বস্তা সেলাই করে সংসার চলে তাঁদের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৫
ছেঁড়া বস্তা সেলাই করে সংসার চলে তাঁদের

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আশপাশে গড়ে উঠেছে বেশ কিছু পুরোনো বস্তার দোকান। এসব দোকানে ছেঁড়া বস্তা সেলাই করে জীবিকা নির্বাহ করছেন প্রায় ৫০০ নারী-পুরুষ।

বস্তার দোকানে কর্মরত সিরাজুল হোসেন বলেন, ‘আগে আমি ভারতীয় চোরাচালানি ব্যবসা করতাম, ভারত থেকে শাড়ি জিরা নিয়ে আসতাম। সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন ও কড়াকড়ির কারণে আর ভারতে যেতে পারি না। এখন বৈধভাবে বস্তা সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছি। এতে ভালোই চলছে সংসার।’

ইমরান হোসেন নামে একজন বলেন, ‘সারা দিনে ৩০০ থেকে ৩৫০টি বস্তার কাটা ফাটা সেলাই করি। এতে আয় হয় ৫০০ থেকে ৬০০ টাকা। এ দিয়েই ভালোভাবেই চলে যায় সংসারের যাবতীয় খরচ।’

রেহেনা পারভীন ও আধুলি বেগম জানান, স্বামীর মৃত্যুর পর সংসারের ভার নিজের ওপর এসে পড়েছে। বস্তা সেলাইয়ের কাজ করে দিনে ৩০০ থেকে ৩৫০ টাকা আয় হয়। এই টাকা দিয়েই মেয়েদের পড়াশোনা ও সংসারের খরচ চলে।

রন্টু শেখ নামে এক শ্রমিক বলেন, ‘দীর্ঘদিন ধরে বস্তা সেলাইয়ের কাজ করি। এই কাজ করে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। কোনো দিন ৬০০ টাকাও আয় হয়। বস্তা সেলাইয়ের কাজ করে যা আয় করি তা দিয়ে পরিবার পরিজন নিয়ে খুব ভালোই আছি। খুব সুন্দরভাবে পরিবার চলছে।’

হিলি বাজারের মেসার্স মিথুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রহিম মিথুন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকেৃ দেশে প্রচুর পরিমাণে চাল, গম, ভুট্টা, খৈল, ভুসিসহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। এসব পণ্য লোড-আনলোডের সময় অনেক বস্তা ফেটে নষ্ট হয়ে যায়। বস্তার চাহিদা মেটাতে হিলিতে ১৫টির মতো পুরোনো বস্তার দোকান গড়ে উঠেছে। আমরা দেশের বিভিন্ন স্থান থেকে নতুন ও পুরোনো বস্তা সংগ্রহ করি। বস্তার ছেঁড়া কাটা সেলাই করে সেগুলোকে ব্যবহার উপযোগী করতে অনেক শ্রমিক দরকার হয়। হিলির বিভিন্ন দোকানে প্রায় ৫০০ জন নারী-পুরুষ এ কাজ করেন। পুরোনো বস্তার দোকান গড়ে ওঠায় অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত