Ajker Patrika

অনিয়ম দেখলে সিভিল সার্জনকে দায়বদ্ধ করা হবে

দিনাজপুর প্রতিনিধি
অনিয়ম দেখলে সিভিল সার্জনকে দায়বদ্ধ করা হবে

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘কোনো ক্লিনিক, ডায়াগনস্টিকে অনিয়ম হলে সেটি বন্ধ করে দেওয়া হবে। প্রতিটি জেলার সিভিল সার্জনকে বলছি, ওনারা যেন এটার প্রতি নজর রাখেন। কোথাও যদি কোনো অনিয়ম নজরে আসে, তাহলে সিভিল সার্জনকে দায়বদ্ধ করা হবে।’ 

গতকাল রোববার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমি দিনাজপুরে প্রথম এলাম। অনেক কিছু জানলাম। আমরা একসঙ্গে সবকিছুর সমাধান করতে পারব না। আমরা অ্যাকশন নিচ্ছি। আমি চাই না, দিনাজপুরের কোনো রোগী ঢাকায় যাক।’ 

এ সময় চিকিৎসকদের কর্মস্থলে না থাকার বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকেরা কেন থাকেন না, আমার একটাই নির্দেশ—যখন যেখানে যাকে বদলি করা হবে তাকে সেখানে থাকতে হবে। কারও প্রতি অন্যায় কিংবা কাউকে দীর্ঘদিন একই স্থানে ফেলে রাখা হবে না। যখন যেখানে যাকে বদলি করা হবে, তাকে সেখানে যেতে হবে।’ 
এ সময় রংপুরে রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ায় মৃত্যুর ঘটনায় মৃতের সন্তানেরা দিনাজপুরে মন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত