বিয়ানীবাজার প্রতিনিধি
দেশে নয়, বিদেশে রঙিন ভবিষ্যতের স্বপ্ন বুনতে চান বিয়ানীবাজারের তরুণেরা। তাই উচ্চশিক্ষা অর্জনে তাঁরা এখন বিদেশমুখী। সন্তানদের ভবিষ্যৎ, রাজনীতির অনিশ্চয়তা ও বখে যাওয়ার ভয়ে অভিভাবকেরাও সায় দিচ্ছেন।
জানা গেছে, গত ১০ মাসে বিয়ানীবাজার উপজেলার ৩ সহস্রাধিক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমিয়েছেন। বিয়ানীবাজার থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী যাচ্ছেন যুক্তরাজ্য, আমেরিকা ও কানাডায়।
এদিকে বিদেশমুখী তরুণদের গড়ে তুলতে বিয়ানীবাজার পৌরশহরে বেশ কয়েকটি ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। চটকদার বিজ্ঞাপন, লোভনীয় অফার আর পাশ্চাত্যের হাতছানি দিচ্ছে এসব প্রতিষ্ঠান।
বিদেশে যেতে মোটা অঙ্কের টিউশন ফি, ব্যাংক হিসাবে বড় ধরনের লেনদেন, এসএসসি, এইচএসসিসহ আইইএলটিএস পরীক্ষায় ভালো ফল অর্জনসহ অন্যান্য শর্ত পূরণ করছেন শিক্ষার্থীরা।
সম্প্রতি সারা দেশে এইচএসসি পরীক্ষার ফল বের হয়েছে। এ পরীক্ষা শেষ হওয়ার পর তড়িঘড়ি করে পাসপোর্ট তৈরির হিড়িক পড়ে এখানকার শিক্ষার্থীদের মধ্যে।
পাসপোর্ট অফিস ও জেলা বিশেষ শাখা সূত্র জানা গেছে, গত ১০ মাসে বিয়ানীবাজার থেকে ৬ হাজার ৫০০ পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়েছে। জমা হওয়া পাসপোর্টের সবগুলোই শিক্ষার্থীদের।
প্রবাসী লেখক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক যোশী সাম্প্রতিক সময়ে এক কলামে লিখেছেন, ‘উপজেলা হিসেবে নিঃসন্দেহে এটা একটা সমৃদ্ধ এলাকা। কিন্তু এই সমৃদ্ধতায়ও আছে তরুণদের মধ্যে এক হা-হুতাশ। ইউরোপ-ইংল্যান্ড-আমেরিকা যেন এদের হাতছানি দেয় প্রতিনিয়ত।’
লন্ডন থেকে সাংবাদিক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বেবুল বলেন, ‘সেখানে গিয়ে কমসংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করছেন। হাতেগোনা ২-৪ জন লেখাপড়া করে যোগ্যতম স্থান দখল করছেন। অন্যরা যোগ দিচ্ছেন জীবনের যুদ্ধে।’
বিয়ানীবাজার সুজনের সভাপতি অ্যাডভোকেট আমান উদ্দিন বলেন, ‘ছাত্র ভিসায় বিদেশ যাত্রায় এখন সবাই মুখিয়ে আছেন। এটা যেমন ভালো লক্ষণ আছে। আবার খারাপ দিকও আছে।
দেশে নয়, বিদেশে রঙিন ভবিষ্যতের স্বপ্ন বুনতে চান বিয়ানীবাজারের তরুণেরা। তাই উচ্চশিক্ষা অর্জনে তাঁরা এখন বিদেশমুখী। সন্তানদের ভবিষ্যৎ, রাজনীতির অনিশ্চয়তা ও বখে যাওয়ার ভয়ে অভিভাবকেরাও সায় দিচ্ছেন।
জানা গেছে, গত ১০ মাসে বিয়ানীবাজার উপজেলার ৩ সহস্রাধিক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমিয়েছেন। বিয়ানীবাজার থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী যাচ্ছেন যুক্তরাজ্য, আমেরিকা ও কানাডায়।
এদিকে বিদেশমুখী তরুণদের গড়ে তুলতে বিয়ানীবাজার পৌরশহরে বেশ কয়েকটি ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। চটকদার বিজ্ঞাপন, লোভনীয় অফার আর পাশ্চাত্যের হাতছানি দিচ্ছে এসব প্রতিষ্ঠান।
বিদেশে যেতে মোটা অঙ্কের টিউশন ফি, ব্যাংক হিসাবে বড় ধরনের লেনদেন, এসএসসি, এইচএসসিসহ আইইএলটিএস পরীক্ষায় ভালো ফল অর্জনসহ অন্যান্য শর্ত পূরণ করছেন শিক্ষার্থীরা।
সম্প্রতি সারা দেশে এইচএসসি পরীক্ষার ফল বের হয়েছে। এ পরীক্ষা শেষ হওয়ার পর তড়িঘড়ি করে পাসপোর্ট তৈরির হিড়িক পড়ে এখানকার শিক্ষার্থীদের মধ্যে।
পাসপোর্ট অফিস ও জেলা বিশেষ শাখা সূত্র জানা গেছে, গত ১০ মাসে বিয়ানীবাজার থেকে ৬ হাজার ৫০০ পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়েছে। জমা হওয়া পাসপোর্টের সবগুলোই শিক্ষার্থীদের।
প্রবাসী লেখক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক যোশী সাম্প্রতিক সময়ে এক কলামে লিখেছেন, ‘উপজেলা হিসেবে নিঃসন্দেহে এটা একটা সমৃদ্ধ এলাকা। কিন্তু এই সমৃদ্ধতায়ও আছে তরুণদের মধ্যে এক হা-হুতাশ। ইউরোপ-ইংল্যান্ড-আমেরিকা যেন এদের হাতছানি দেয় প্রতিনিয়ত।’
লন্ডন থেকে সাংবাদিক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বেবুল বলেন, ‘সেখানে গিয়ে কমসংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করছেন। হাতেগোনা ২-৪ জন লেখাপড়া করে যোগ্যতম স্থান দখল করছেন। অন্যরা যোগ দিচ্ছেন জীবনের যুদ্ধে।’
বিয়ানীবাজার সুজনের সভাপতি অ্যাডভোকেট আমান উদ্দিন বলেন, ‘ছাত্র ভিসায় বিদেশ যাত্রায় এখন সবাই মুখিয়ে আছেন। এটা যেমন ভালো লক্ষণ আছে। আবার খারাপ দিকও আছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে