ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারের অভিযোগ উঠেছে সাংসদ মির্জা আজমের বিরুদ্ধে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই প্রচার কার্যক্রম চালান। এ সময় তিনি বিদ্রোহী প্রার্থীদের হুঁশিয়ার করে দেন।
গতকাল শনিবার জামালপুরের ইসলামপুর পৌর শহরের এসএমএআর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংসদ মির্জা আজম প্রধান অতিথি ছিলেন।
জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ১১ নভেম্বর। সেদিন ইসলামপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। গতকাল আবারও ইসলামপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। সেখানে নৌকার এক প্রার্থীকে পাশে রেখে বিদ্রোহী প্রার্থীকে উদ্দেশ করে প্রধান অতিথি মির্জা আজম বলেন, ‘দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যখন নির্বাচন করার সাহস রাখে না। তুমি এমন সাহস রাখো কী করে? বিএনপির নেতা ছিলে, বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পিঠ বাঁচাতে আওয়ামী লীগে এসেছিলে। এখন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিদ্রোহ করছ। এরপর আর তোমার জায়গা কোথায়?’ তিনি আরও বলেন, ‘প্রার্থী পছন্দ না হলেও শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকায় ভোট দেবেন।’
জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।
সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেখ হারুনুর রশীদ মোটরসাইকেল শোডাউনে দলীয় নেতা-কর্মীর বিশাল বহর নিয়ে সভায় যোগ দেন। নেতা-কর্মীদের পদচারণে কানায় কানায় ভরে ওঠে সভাস্থল।
দুরমুঠ ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান বাদলকে উদ্দেশ করে সাংসদ মির্জা আজম আরও বলেন, ‘আওয়ামী লীগ রামকৃষ্ণ মিশন বা কোনো এনজিও নয়। আওয়ামী লীগ এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক দল। যে দলের প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দল পাকিস্তানি হানাদারদের পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করেছে। সেই আওয়ামী লীগের সঙ্গে বিদ্রোহ করার সাহস পেলে কোথায়?’
বিশেষ অতিথি বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী বলেন, ‘বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বদিউজ্জামান খান বাদলকে বহিষ্কার করা হলো। তার সঙ্গে থাকা ৪০ জন নেতাকে সংশোধনের ২৪ ঘণ্টা সময় দিলাম। কোনো নেতা যদি নৌকার বিরুদ্ধে নির্বাচন করে, নৌকাকে ডুবাতে চেষ্টা করে, তাকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ বিদ্রোহী প্রার্থী বাদলকে উদ্দেশ করে বলেন, ‘মাছ যখন পানিতে থাকে তখন খুব নড়াচড়া করে। ডাঙায় উঠালেই শেষ। হলুদ বাটো, মরিচ বাটো, রান্না করে খাও। আওয়ামী লীগে ছিলে খুব নড়াচড়া করেছ। এখন বহিষ্কার করা হয়েছে। দলে নেতা-কর্মীরা তোমাকে রান্না করার জন্য হলুদ-মরিচ বাটছে। ২৮ নভেম্বর নির্বাচনে তোমাকে রান্না করা হবে।’
আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারের অভিযোগ উঠেছে সাংসদ মির্জা আজমের বিরুদ্ধে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই প্রচার কার্যক্রম চালান। এ সময় তিনি বিদ্রোহী প্রার্থীদের হুঁশিয়ার করে দেন।
গতকাল শনিবার জামালপুরের ইসলামপুর পৌর শহরের এসএমএআর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংসদ মির্জা আজম প্রধান অতিথি ছিলেন।
জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ১১ নভেম্বর। সেদিন ইসলামপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। গতকাল আবারও ইসলামপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। সেখানে নৌকার এক প্রার্থীকে পাশে রেখে বিদ্রোহী প্রার্থীকে উদ্দেশ করে প্রধান অতিথি মির্জা আজম বলেন, ‘দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যখন নির্বাচন করার সাহস রাখে না। তুমি এমন সাহস রাখো কী করে? বিএনপির নেতা ছিলে, বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পিঠ বাঁচাতে আওয়ামী লীগে এসেছিলে। এখন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিদ্রোহ করছ। এরপর আর তোমার জায়গা কোথায়?’ তিনি আরও বলেন, ‘প্রার্থী পছন্দ না হলেও শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকায় ভোট দেবেন।’
জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।
সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেখ হারুনুর রশীদ মোটরসাইকেল শোডাউনে দলীয় নেতা-কর্মীর বিশাল বহর নিয়ে সভায় যোগ দেন। নেতা-কর্মীদের পদচারণে কানায় কানায় ভরে ওঠে সভাস্থল।
দুরমুঠ ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান বাদলকে উদ্দেশ করে সাংসদ মির্জা আজম আরও বলেন, ‘আওয়ামী লীগ রামকৃষ্ণ মিশন বা কোনো এনজিও নয়। আওয়ামী লীগ এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক দল। যে দলের প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দল পাকিস্তানি হানাদারদের পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করেছে। সেই আওয়ামী লীগের সঙ্গে বিদ্রোহ করার সাহস পেলে কোথায়?’
বিশেষ অতিথি বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী বলেন, ‘বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বদিউজ্জামান খান বাদলকে বহিষ্কার করা হলো। তার সঙ্গে থাকা ৪০ জন নেতাকে সংশোধনের ২৪ ঘণ্টা সময় দিলাম। কোনো নেতা যদি নৌকার বিরুদ্ধে নির্বাচন করে, নৌকাকে ডুবাতে চেষ্টা করে, তাকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ বিদ্রোহী প্রার্থী বাদলকে উদ্দেশ করে বলেন, ‘মাছ যখন পানিতে থাকে তখন খুব নড়াচড়া করে। ডাঙায় উঠালেই শেষ। হলুদ বাটো, মরিচ বাটো, রান্না করে খাও। আওয়ামী লীগে ছিলে খুব নড়াচড়া করেছ। এখন বহিষ্কার করা হয়েছে। দলে নেতা-কর্মীরা তোমাকে রান্না করার জন্য হলুদ-মরিচ বাটছে। ২৮ নভেম্বর নির্বাচনে তোমাকে রান্না করা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে