নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর সিএনজি চালিত অটোরিকশার চালক ও মালিকদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এতে প্রত্যেকের আলাদা কোড এসএমএস এবং নিউম্যারিক আইডি স্মার্ট ফোনে স্ক্যান করে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
নগরীতে অটোরিকশায় সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে এই উদ্যোগ হাতে নিয়েছে সিএমপি। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসে দপ্তরটির কার্যালয়ে এর উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপি জানায়, এই কার্যক্রমের আওতায় চালক ও মালিকদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এতে মালিক কোনো চালককে গাড়ি দেওয়ার আগে ভেরিফিকেশন কার্ড দেখে তাঁর সম্পর্কে নিশ্চিত হতে পারবে। চালকের পরিচিতি গাড়ির মালিকের পাশাপাশি যাত্রীরাও অবগত থাকবেন। আবার ভুল করে যাত্রীরা গাড়িতে কোনো মূল্যবান জিনিস ফেলে গেলেও তা পরবর্তীতে সহজেই উদ্ধার সম্ভব হবে।
কমিশনার সালেহ মোহাম্মদ বলেন, সিএনজি চালিত অটোরিকশায় সব ধরনের যাত্রীসহ নারী ও শিশুদের নিরাপদ বাহন হিসেবে গড়ে তুলতে ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগ নিয়েছে সিএমপি। এর মাধ্যমে মহানগরী এলাকায় চলাচলরত বৈধ কাগজ সংবলিত সব সিএনজি চালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে ভেরিফাইড করা হবে। মালিক ও ড্রাইভারদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা থাকবে। তাঁদের প্রত্যেককে আলাদা কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে। যাত্রীরা স্মার্ট ফোনের মাধ্যমে গাড়িতে ঝোলানো প্রিন্ট কপিতে উল্লেখিত আইডি ও কোড স্ক্যান করে চালক এবং মালিকের ছবিসহ সব তথ্য জানতে পারবেন।
সিএমপি সূত্র জানায়, প্রাথমিকভাবে নগরীতে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ বক্সে স্থাপিত ৮টি বুথে সিএনজি অটোরিকশার মালিক ও চালকের নিবন্ধন সম্পন্ন হবে। এগুলো হচ্ছে টাইগারপাস, নিউ মার্কেট, বহাদ্দারহাট, জিইসি মোড়, বাদামতলী, অলংকার, মইজ্জারটেক ও সিমেন্ট ক্রসিং। নিবন্ধনের আগে গাড়ির মালিক ও চালকদের বৈধ কাগজ পত্র যাচাই করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
নগরীর সিএনজি চালিত অটোরিকশার চালক ও মালিকদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এতে প্রত্যেকের আলাদা কোড এসএমএস এবং নিউম্যারিক আইডি স্মার্ট ফোনে স্ক্যান করে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
নগরীতে অটোরিকশায় সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে এই উদ্যোগ হাতে নিয়েছে সিএমপি। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসে দপ্তরটির কার্যালয়ে এর উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপি জানায়, এই কার্যক্রমের আওতায় চালক ও মালিকদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এতে মালিক কোনো চালককে গাড়ি দেওয়ার আগে ভেরিফিকেশন কার্ড দেখে তাঁর সম্পর্কে নিশ্চিত হতে পারবে। চালকের পরিচিতি গাড়ির মালিকের পাশাপাশি যাত্রীরাও অবগত থাকবেন। আবার ভুল করে যাত্রীরা গাড়িতে কোনো মূল্যবান জিনিস ফেলে গেলেও তা পরবর্তীতে সহজেই উদ্ধার সম্ভব হবে।
কমিশনার সালেহ মোহাম্মদ বলেন, সিএনজি চালিত অটোরিকশায় সব ধরনের যাত্রীসহ নারী ও শিশুদের নিরাপদ বাহন হিসেবে গড়ে তুলতে ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগ নিয়েছে সিএমপি। এর মাধ্যমে মহানগরী এলাকায় চলাচলরত বৈধ কাগজ সংবলিত সব সিএনজি চালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে ভেরিফাইড করা হবে। মালিক ও ড্রাইভারদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা থাকবে। তাঁদের প্রত্যেককে আলাদা কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে। যাত্রীরা স্মার্ট ফোনের মাধ্যমে গাড়িতে ঝোলানো প্রিন্ট কপিতে উল্লেখিত আইডি ও কোড স্ক্যান করে চালক এবং মালিকের ছবিসহ সব তথ্য জানতে পারবেন।
সিএমপি সূত্র জানায়, প্রাথমিকভাবে নগরীতে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ বক্সে স্থাপিত ৮টি বুথে সিএনজি অটোরিকশার মালিক ও চালকের নিবন্ধন সম্পন্ন হবে। এগুলো হচ্ছে টাইগারপাস, নিউ মার্কেট, বহাদ্দারহাট, জিইসি মোড়, বাদামতলী, অলংকার, মইজ্জারটেক ও সিমেন্ট ক্রসিং। নিবন্ধনের আগে গাড়ির মালিক ও চালকদের বৈধ কাগজ পত্র যাচাই করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে