চাঁদাবাজির প্রতিবাদে অটোর চালকদের ধর্মঘট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০৫: ২৫
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১১: ০৪

রাজধানীর পোস্তগোলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় চাঁদা আদায় ও চালকদের মারধরের অভিযোগে কেরানীগঞ্জে ধর্মঘট পালন করেছেন চালকেরা। গতকাল শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় এ ধর্মঘট পালন করে কেরানীগঞ্জ থেকে পোস্তগোলাগামী অটোরিকশা চালকেরা।

এ সময় চালকেরা অভিযোগ করেন পোস্তগোলা এলাকায় অটোরিকশা নিয়ে গেলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ টাকার একটি স্লিপ দিয়ে ৪০ টাকা আদায় করছে একটি চক্র। তাদের চাহিদামতো টাকা না দিলেই চালকদের মারধর করে। এদিকে সকাল থেকে অটোরিকশা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা।

এই রুটে চলাচলকারী অটোরিকশা চালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সিটি করপোরেশনের ইজারাদার পরিচয় দিয়ে আরিফের লোকজন ১০ টাকার স্লিপ দিয়ে ৪০ টাকা নিচ্ছে। এমনকি তাদের চাহিদামতো টাকা দিতে না পারলে আমাদের মারধর করে। তাদের অস্ত্রধারী বাহিনী রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার মো. আরিফ বলেন, ‘আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এই স্ট্যান্ড ইজারা নিয়েছি। ইজারা শর্ত অনুযায়ী প্রতি ট্রিপে ১০ টাকা নেওয়ার কথা ছিল, এদিকে একজন অটোরিকশা চালক দিনে ২০ টির বেশি ট্রিপ দেয়। ফলে তাদের ১০ টাকা হারে ধরলে ২০০ টাকারও বেশি হয়। আর এটা অটোরিকশা চালকদের জন্য বোঝা হয়ে যায়, তাই অটোরিকশা মালিক ও চালকদের সঙ্গে বসে দিনে ৪০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।’ চালকদের মারধরের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড কমিশনার হাজী মো. মাসুদ বলেন, ‘ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি, অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলেছি। ইজারাদার কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি রয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনা করব। আশা করি তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অটোরিকশা চালকদের দাবির বিষয়টি ডিএমপি এলাকার। এখানে আমাদের কিছু করার নেই। তবে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আমরা সহযোগিতা করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত