আজকের পত্রিকা ডেস্ক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দুই মাসের মধ্যে মুজিবনগর উন্নয়নের কাজ নতুন করে শুরু হবে। মুজিবনগর উন্নয়ন প্রকল্প একনেকে চলে গেছে। আগামী সপ্তাহে একটি টিম সরেজমিন পরিদর্শন করবে। এরপর কার্যক্রম শুরু হবে।
গতকাল রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মুজিবনগরকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালন করা হবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটি প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটি বিবেচনা করেছেন। জামায়াত-বিএনপি মুজিবনগর সরকারকে মানে না এবং দিবসটি পালন করে না।’ এ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না এমন প্রশ্নের তিনি বলেন, ‘কেউ রাষ্ট্রের অস্তিত্ব, সৃষ্টি ও কাঠামো অস্বীকার করে এটা তাদের ব্যাপার। তবে সময়মতো পদক্ষেপ নেওয়া হবে। রাষ্ট্র কোনো নাগরিককে এ ধরনের অধিকার দিতে পারে না।’
কিছু বীর মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের নামে ভাতা পাওয়ার ব্যবস্থা করেছেন। তাঁদের আইডি কার্ডর সঙ্গে মুক্তিযোদ্ধা সনদের কোনো কিছু অমিল থাকলে সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। ভাতা পাচ্ছেন না, এটা ঠিক না, অসংগতির কারণে সাময়িক স্থগিত আছে। তাঁদের কাগজপত্র ঠিক করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে টাকা চলে যাবে।’
পরে শেখ হাসিনা মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জনসভা হয়। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী।
জনসভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, নির্বাহী সদস্য ও সাংসদ পারভীন জামান কল্পনা, সাংসদ গ্লোরিয়া ঝর্ণা সরকার, মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় নেতারা।
এদিকে, বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
ঝিনাইদহ: গতকাল দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। গতকাল বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
কোটচাঁদপুর (ঝিনাইদহ) : কোটচাঁদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল বিকেলে উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, সাবেক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গির আলম।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দুই মাসের মধ্যে মুজিবনগর উন্নয়নের কাজ নতুন করে শুরু হবে। মুজিবনগর উন্নয়ন প্রকল্প একনেকে চলে গেছে। আগামী সপ্তাহে একটি টিম সরেজমিন পরিদর্শন করবে। এরপর কার্যক্রম শুরু হবে।
গতকাল রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মুজিবনগরকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালন করা হবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটি প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটি বিবেচনা করেছেন। জামায়াত-বিএনপি মুজিবনগর সরকারকে মানে না এবং দিবসটি পালন করে না।’ এ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না এমন প্রশ্নের তিনি বলেন, ‘কেউ রাষ্ট্রের অস্তিত্ব, সৃষ্টি ও কাঠামো অস্বীকার করে এটা তাদের ব্যাপার। তবে সময়মতো পদক্ষেপ নেওয়া হবে। রাষ্ট্র কোনো নাগরিককে এ ধরনের অধিকার দিতে পারে না।’
কিছু বীর মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের নামে ভাতা পাওয়ার ব্যবস্থা করেছেন। তাঁদের আইডি কার্ডর সঙ্গে মুক্তিযোদ্ধা সনদের কোনো কিছু অমিল থাকলে সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। ভাতা পাচ্ছেন না, এটা ঠিক না, অসংগতির কারণে সাময়িক স্থগিত আছে। তাঁদের কাগজপত্র ঠিক করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে টাকা চলে যাবে।’
পরে শেখ হাসিনা মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জনসভা হয়। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী।
জনসভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, নির্বাহী সদস্য ও সাংসদ পারভীন জামান কল্পনা, সাংসদ গ্লোরিয়া ঝর্ণা সরকার, মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় নেতারা।
এদিকে, বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
ঝিনাইদহ: গতকাল দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। গতকাল বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
কোটচাঁদপুর (ঝিনাইদহ) : কোটচাঁদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল বিকেলে উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, সাবেক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গির আলম।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪