নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে ইতি খাতুন (১৯) নামে অপহৃত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইতি একই উপজেলার কিশোরগঞ্জ ইউনিয়নের মুসা গ্রামের স্কুলশিক্ষক সিরাজুল ইসলামের মেয়ে।
জানা যায়, সিরাজুল ইসলামের বড় মেয়ে স্মৃতি খাতুনের সঙ্গে প্রায় ১০ বছর আগে নিতাই ইউনিয়নের সহিদ শাহের বিয়ে হয়। তাঁদের সংসারে সৌধ্য নামে সাত বছরের একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহে তাঁদের মধ্যে বিয়েবিচ্ছেদ ঘটলে স্মৃতি খাতুন ছেলেকে নিয়ে বাবার বাড়ি ফিরে আসেন। ২০১৯ সালের ২৯ জানুয়ারি সহিদ শাহ স্মৃতি খাতুনের ছোট বোন ইতিকে অপহরণ করেন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অপহৃতাকে উদ্ধার ও অভিযুক্ত সহিদ শাহকে গ্রেপ্তার করে। পরে জামিনে বের হয়ে গত বছরের ১৪ অক্টোবর তিনি আবার ইতিকে অপহরণ করে গা-ঢাকা দেন। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় আরেকটি মামলা হলে পুলিশ ইতিকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এরই মধ্যে গত ১৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিরাজুল ইসলাম দেখেন রংপুর মেডিকেলে একটি মেয়ের মৃতদেহ ফেলে রেখে সহিদ শাহ নামের এক লোক পালিয়ে গেছেন। তিনি নিজের মেয়েকে চিনতে পেরে রংপুর মেডিকেলে ছুটে যান। কিন্তু সেখানে মরদেহ দেখতে না পেয়ে বাড়ি ফিরে আসেন এবং বিষয়টি কিশোরগঞ্জ থানাকে জানান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইতির মরদেহ দাফনের সময় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারীর জেলা মর্গে পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মরদেহ ফেলে সবাই পালিয়ে যান।
নীলফামারীর কিশোরগঞ্জে ইতি খাতুন (১৯) নামে অপহৃত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইতি একই উপজেলার কিশোরগঞ্জ ইউনিয়নের মুসা গ্রামের স্কুলশিক্ষক সিরাজুল ইসলামের মেয়ে।
জানা যায়, সিরাজুল ইসলামের বড় মেয়ে স্মৃতি খাতুনের সঙ্গে প্রায় ১০ বছর আগে নিতাই ইউনিয়নের সহিদ শাহের বিয়ে হয়। তাঁদের সংসারে সৌধ্য নামে সাত বছরের একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহে তাঁদের মধ্যে বিয়েবিচ্ছেদ ঘটলে স্মৃতি খাতুন ছেলেকে নিয়ে বাবার বাড়ি ফিরে আসেন। ২০১৯ সালের ২৯ জানুয়ারি সহিদ শাহ স্মৃতি খাতুনের ছোট বোন ইতিকে অপহরণ করেন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অপহৃতাকে উদ্ধার ও অভিযুক্ত সহিদ শাহকে গ্রেপ্তার করে। পরে জামিনে বের হয়ে গত বছরের ১৪ অক্টোবর তিনি আবার ইতিকে অপহরণ করে গা-ঢাকা দেন। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় আরেকটি মামলা হলে পুলিশ ইতিকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এরই মধ্যে গত ১৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিরাজুল ইসলাম দেখেন রংপুর মেডিকেলে একটি মেয়ের মৃতদেহ ফেলে রেখে সহিদ শাহ নামের এক লোক পালিয়ে গেছেন। তিনি নিজের মেয়েকে চিনতে পেরে রংপুর মেডিকেলে ছুটে যান। কিন্তু সেখানে মরদেহ দেখতে না পেয়ে বাড়ি ফিরে আসেন এবং বিষয়টি কিশোরগঞ্জ থানাকে জানান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইতির মরদেহ দাফনের সময় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারীর জেলা মর্গে পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মরদেহ ফেলে সবাই পালিয়ে যান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে