পঞ্চগড় প্রতিনিধি
ধর্ষণ মামলার বাদী বিধবাকে বিয়ে করার পর জামিন পেলেন কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল। গত বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিয়ের কাবিননামা দাখিলের পর জামিন মঞ্জুর করেন আদালত।
জামিনে মুক্তির পরে জেলা আইনজীবী সমিতির ভবনে মামলার বাদী ওই বিধবাকে বিয়ে করেন এসআই আব্দুল জলিল। তাঁদের বিয়েতে ৭ লাখ ৯৫ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। বিয়েতে দুই পক্ষের আইনজীবী, পরিবারের সদস্য ও জলিলের প্রথম স্ত্রী উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি এসআই জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি উচ্চ আদালতের রায়ে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। তাঁর জামিনের মেয়াদ শেষে তিনি পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০ মার্চ আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী বলেন, ‘আদালতে মামলা করার পর আমি ন্যায়বিচার পেয়েছি। আমি আনন্দিত।’
২০২০ সালে জমিজমার বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই বিধবা। এর তদন্তে গিয়ে সেই সময়ে পঞ্চগড় সদর থানায় কর্মরত আব্দুল জলিল ওই বিধবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর তিনি ভুয়া কাবিননামা করিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। ওই নারী বিয়ের কাবিননামা চাইতে গেলে জলিল বিয়ের কথা অস্বীকার করেন। পরে তিনি ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ধর্ষণ মামলার বাদী বিধবাকে বিয়ে করার পর জামিন পেলেন কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল। গত বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিয়ের কাবিননামা দাখিলের পর জামিন মঞ্জুর করেন আদালত।
জামিনে মুক্তির পরে জেলা আইনজীবী সমিতির ভবনে মামলার বাদী ওই বিধবাকে বিয়ে করেন এসআই আব্দুল জলিল। তাঁদের বিয়েতে ৭ লাখ ৯৫ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। বিয়েতে দুই পক্ষের আইনজীবী, পরিবারের সদস্য ও জলিলের প্রথম স্ত্রী উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি এসআই জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি উচ্চ আদালতের রায়ে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। তাঁর জামিনের মেয়াদ শেষে তিনি পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০ মার্চ আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী বলেন, ‘আদালতে মামলা করার পর আমি ন্যায়বিচার পেয়েছি। আমি আনন্দিত।’
২০২০ সালে জমিজমার বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই বিধবা। এর তদন্তে গিয়ে সেই সময়ে পঞ্চগড় সদর থানায় কর্মরত আব্দুল জলিল ওই বিধবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর তিনি ভুয়া কাবিননামা করিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। ওই নারী বিয়ের কাবিননামা চাইতে গেলে জলিল বিয়ের কথা অস্বীকার করেন। পরে তিনি ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে