সম্পাদকীয়
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন নিউইয়র্কে অবস্থান করছেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জাতিসংঘের সদর দপ্তরে সাক্ষাৎ করেছেন। দেশ পুনর্গঠনের জন্য জো বাইডেন ইউনূসের সরকারকে সমর্থন জানিয়েছেন। প্রায় ২০ মিনিটের এই আলোচনায় ড. ইউনূস বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ণনা করেন। জো বাইডেন বলেন, যদি শিক্ষার্থীরা নিজের দেশের জন্য এতকিছু ত্যাগ করতে পারে, তাহলে মার্কিন সরকার ও জনগণেরও বাংলাদেশের জন্য কিছু করা উচিত।
আগামী শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দেবেন। এরই মধ্যে ড. ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই সফরকালে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করবেন তিনি। দেশ পুনর্গঠনে এইসব আলোচনা তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।
হাসিনা সরকারের পতনের পর দেড় মাস অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিটি গঠন
করা হয়েছে বটে, কিন্তু এখনো সংস্কারের কোনো স্পষ্ট রূপরেখা দেখা যায়নি।
এরই মধ্যে একজন কমিটিপ্রধানকে হঠাৎ করে অপসারণ করে আরেকজনকে তাঁর স্থলাভিষিক্ত করায় সংবিধান সংস্কার নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ছাত্র সমন্বয়কদের নিয়েও কিছু প্রশ্ন উঠেছে। ফলে সংস্কারটি সুচারুরূপে হবে কি না, কত দিন ধরে চলবে এই সংস্কারকাজ এবং কত দিনে হবে নির্বাচন, তা নিয়েও কথাবার্তা চলছে।
এ রকম এক পরিস্থিতিতে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। উপদেষ্টারা এখন পর্যন্ত এই সরকারের মেয়াদকাল নিয়ে সরাসরি কোনো কথা বলেননি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস তাঁর সরকারের মেয়াদ জনগণের ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছেন, কিন্তু তাতে মেয়াদের বিষয়টি স্পষ্ট হয়নি। সেনাপ্রধানের সাক্ষাৎকারে এই সরকারের মেয়াদকাল নিয়ে একটি ভাষ্য উঠে এসেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী দেড় বছরের মধ্যে যেন নির্বাচন হতে পারে, সে জন্য মুহাম্মদ ইউনূসের সরকারকে যেকোনো পরিস্থিতিতে সমর্থন করবেন তাঁরা। এখানে দুটো বার্তা রয়েছে। এক. যেকোনো পরিস্থিতিতে আগামী দেড় বছর ইউনূস সরকারকে সমর্থন করে যাবে সেনাবাহিনী। দুই. দেড় বছরের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিয়ে গণতন্ত্রে ফিরে আসতে হবে।
আমাদের দেশে স্বাধীনতার পর থেকে যে দলগুলো শাসনক্ষমতায় এসেছে, সে দলগুলো দলের অভ্যন্তরে গণতন্ত্র মেনে চলেনি। ক্ষমতায় এসেও তারা দেশে গণতন্ত্রের বিকাশ ঘটায়নি। বরং সরকারি ব্যবস্থাকে দলীয়করণ করার চেষ্টা করেছে। ঠিকভাবে সংস্কারকার্য চালিয়ে গণতান্ত্রিক কাঠামো তৈরি না করলে এবং ব্যক্তির নিজের ভেতরে সংস্কার না করলে সত্যিকারের গণতন্ত্র দৃশ্যমান হবে না। জো বাইডেন কিংবা আন্তর্জাতিক বিশ্ব দেশ পুনর্গঠনে সমর্থন দিতে পারেন বটে, কিন্তু মূল কাজটা হতে হবে এই দেশে এবং সেটা হতে হবে মুক্তিযুদ্ধের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়েই। সামনের দেড় বছর জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়। দেশ পুনর্গঠনে সময়টি হয়ে উঠুক তাৎপর্যপূর্ণ—আমাদের সেটাই চাওয়া।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন নিউইয়র্কে অবস্থান করছেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জাতিসংঘের সদর দপ্তরে সাক্ষাৎ করেছেন। দেশ পুনর্গঠনের জন্য জো বাইডেন ইউনূসের সরকারকে সমর্থন জানিয়েছেন। প্রায় ২০ মিনিটের এই আলোচনায় ড. ইউনূস বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ণনা করেন। জো বাইডেন বলেন, যদি শিক্ষার্থীরা নিজের দেশের জন্য এতকিছু ত্যাগ করতে পারে, তাহলে মার্কিন সরকার ও জনগণেরও বাংলাদেশের জন্য কিছু করা উচিত।
আগামী শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দেবেন। এরই মধ্যে ড. ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই সফরকালে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করবেন তিনি। দেশ পুনর্গঠনে এইসব আলোচনা তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।
হাসিনা সরকারের পতনের পর দেড় মাস অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিটি গঠন
করা হয়েছে বটে, কিন্তু এখনো সংস্কারের কোনো স্পষ্ট রূপরেখা দেখা যায়নি।
এরই মধ্যে একজন কমিটিপ্রধানকে হঠাৎ করে অপসারণ করে আরেকজনকে তাঁর স্থলাভিষিক্ত করায় সংবিধান সংস্কার নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ছাত্র সমন্বয়কদের নিয়েও কিছু প্রশ্ন উঠেছে। ফলে সংস্কারটি সুচারুরূপে হবে কি না, কত দিন ধরে চলবে এই সংস্কারকাজ এবং কত দিনে হবে নির্বাচন, তা নিয়েও কথাবার্তা চলছে।
এ রকম এক পরিস্থিতিতে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। উপদেষ্টারা এখন পর্যন্ত এই সরকারের মেয়াদকাল নিয়ে সরাসরি কোনো কথা বলেননি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস তাঁর সরকারের মেয়াদ জনগণের ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছেন, কিন্তু তাতে মেয়াদের বিষয়টি স্পষ্ট হয়নি। সেনাপ্রধানের সাক্ষাৎকারে এই সরকারের মেয়াদকাল নিয়ে একটি ভাষ্য উঠে এসেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী দেড় বছরের মধ্যে যেন নির্বাচন হতে পারে, সে জন্য মুহাম্মদ ইউনূসের সরকারকে যেকোনো পরিস্থিতিতে সমর্থন করবেন তাঁরা। এখানে দুটো বার্তা রয়েছে। এক. যেকোনো পরিস্থিতিতে আগামী দেড় বছর ইউনূস সরকারকে সমর্থন করে যাবে সেনাবাহিনী। দুই. দেড় বছরের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিয়ে গণতন্ত্রে ফিরে আসতে হবে।
আমাদের দেশে স্বাধীনতার পর থেকে যে দলগুলো শাসনক্ষমতায় এসেছে, সে দলগুলো দলের অভ্যন্তরে গণতন্ত্র মেনে চলেনি। ক্ষমতায় এসেও তারা দেশে গণতন্ত্রের বিকাশ ঘটায়নি। বরং সরকারি ব্যবস্থাকে দলীয়করণ করার চেষ্টা করেছে। ঠিকভাবে সংস্কারকার্য চালিয়ে গণতান্ত্রিক কাঠামো তৈরি না করলে এবং ব্যক্তির নিজের ভেতরে সংস্কার না করলে সত্যিকারের গণতন্ত্র দৃশ্যমান হবে না। জো বাইডেন কিংবা আন্তর্জাতিক বিশ্ব দেশ পুনর্গঠনে সমর্থন দিতে পারেন বটে, কিন্তু মূল কাজটা হতে হবে এই দেশে এবং সেটা হতে হবে মুক্তিযুদ্ধের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়েই। সামনের দেড় বছর জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়। দেশ পুনর্গঠনে সময়টি হয়ে উঠুক তাৎপর্যপূর্ণ—আমাদের সেটাই চাওয়া।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে