Ajker Patrika

যুবককে পিটিয়ে আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ২৬
যুবককে পিটিয়ে আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় জমি নিয়ে বিরোধের জেরে আতিয়ার রহমান লাবু (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা হঠাৎপাড়ায় এ ঘটনা ঘটে। আহত লাবু উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধ পাতিলা গ্রামের বাসিন্দা। তাঁকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালের ভর্তি করেছেন।

চিকিৎসাধীন আতিয়ার রহমান বলেন, ‘২০ বছর থেকে একটি জমি আমাদের ভোগদখলে। তবে প্রতিবেশী ছাদের মিস্ত্রির ছেলে কালাম ওই জমি তাঁদের বলে দাবি করেন। মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে তিনি আমার সঙ্গে তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে কাদের একটি কাঠ এবং পরে দা দিয়ে আমার মাথায় আঘাত করেন।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপলা বিশ্বাস বলেন, ‘রাত ৮টার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় একজনকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁদের থেকে জানতে পারি, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়েছে। জরুরি বিভাগে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। ওই ব্যক্তির মাথায় ১৬টি সেলাই দেওয়া হয়েছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি লুৎফুল কবির বলেন, এখনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত