বানিয়াচংয়ে বীজ ও সার বিতরণ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০৯: ১৫
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ১০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত রোববার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে এই সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামূল হক বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার ৪ হাজার ৫ শত কৃষককে কৃষি প্রণোদনার আওতায় ৫ কেজি করে বোরো ধানের বীজ, ইউরিয়া ও এমপিও দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক ২০ কেজি করে সার পেয়েছেন। এর আগে ৬ হাজার কৃষককে ২ কেজি করে বোরো ধানের বীজ বিনা মূল্যে প্রদান করা হয়েছে।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। কৃষককে কৃষি প্রণোদনা, ভর্তুকি মূল্যে সার ও কৃষি যন্ত্রাংশ সরবরাহ করা হয়। কৃষি অর্থনীতি চাঙা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত