ফুটবলারদের চুলের ছাঁট বা হেয়ারস্টাইল এখন হট ট্রেন্ডি বিষয়। ছোট, মাঝারি ও লম্বা—চুলের ছাঁট যা-ই হোক না কেন, ভক্তদের কাছে সেটাই আধুনিক আর লুফে নেওয়ার বস্তু। বিশ্বের সেরা ফুটবলাররা কেবল তাঁদের খেলার দক্ষতার জন্যই পরিচিত নন, ফ্যাশনেও কম যান না তাঁরা। বিশ্বসেরা ফুটবল তারকাদেরহেয়ারস্টাইল নিয়ে লিখেছেন মোশারফ হোসেন।
মেসি হেয়ারস্টাইল
লিওনেল মেসি
মেসি প্রায় সব ধরনের চুলের ছাঁটই দিয়েছিলেন তারকা হয়ে ওঠার পুরো সময়ে। এর মধ্যে রয়েছে কুইফ, ফ্রিঞ্জ, মুলেট ও ছোট চুলের স্টাইল। ক্যারিয়ারের শুরুর দিকে ঘাড় পর্যন্ত লম্বা চুল রাখতেন তিনি। তবে মেসির বিখ্যাত ছাঁট হচ্ছে মুখভর্তি দাড়ির সঙ্গে কৃত্রিম সোনালি চুলের নিচে কালো রঙের চুল। মেসির এই ছাঁট সারাবিশ্বে বেশ জনপ্রিয়।
ক্লিন লুক
ক্রিস্টিয়ানো রোনালদো
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চুলের স্টাইল একেবারে নিখুঁত। তাঁর মাথার ডান দিকে একটি সিঁথি আছে। দুই পাশে ও পেছনের দিকে চুলগুলো ছোট হতে হতে ত্বকের সঙ্গে মিলে যায়। কপালের দিকে রোনালদোর চুল খুব সুন্দর আকৃতি ধারণ করে। চিরুনি দিয়ে নিখুঁতভাবে স্টাইল ফুটিয়ে তোলার জন্য শক্তিশালী পোমেড ব্যবহার করেন তিনি।
ড্রপ ফেইড কাট
নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র বিভিন্ন বয়সে কয়েক ধরনের চুলের ছাঁট দিয়েছেন। এর মধ্যে আছে শর্ট অ্যান্ড কার্লি, মোহক বা মাহিকান স্টাইল, আন্ডারকাটসহ আফ্রিকান স্টাইল, স্প্যাগেটি ব্লন্ড কাট, কালো চুলের ওপর ব্লন্ড হাইলাইটস, ড্রপ ফেইড ইত্যাদি। তাঁর কোঁকড়ানো আফ্রিকান চুলের সঙ্গে ড্রপ ফেইড ভালোভাবেই মানায়।
বাজ কাট
কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পের পছন্দ জনপ্রিয় চুলের স্টাইল বাজ কাট। এই ছাঁটে সুন্দর লুক আনার জন্য বৈদ্যুতিক ক্লিপার ব্যবহার করা হয়। এই স্টাইলে চুলের দৈর্ঘ্য খুবই কম থাকে। যদিও বাজ কাটে সব জায়গায় চুল একই দৈর্ঘ্যের হয়। তবে চাইলে এমবাপ্পের মতো চুল ছোট হতে হতে ত্বকের সঙ্গে মিলে যাওয়া একটি ভালো বিকল্প হতে পারে।
হিপস্টার লুক
জ্লাতান ইব্রাহিমোভিচ
ইব্রাহিমোভিচের চুলের খোঁপা বিশ্বব্যাপী ‘হিপস্টার স্টাইল’ হিসেবে খ্যাতি পেয়েছে। পৃথিবীজুড়ে বেশির ভাগ পুরুষই এ ধরনের স্টাইল অনুসরণ করেন। এ ধরনের খোঁপার সুবিধা হলো, খেলার সময় চুলগুলো চোখের কোনো বাধা তৈরি করে না। ইব্রাহিমোভিচ কখনো কখনো তাঁর লম্বা চুলে বেণিও বাঁধেন। এ দুই স্টাইলে ইব্রাহিমোভিচকে পরিশীলিত ও সুন্দর দেখায়।
অনুকরণীয় আরও অনেকে
লম্বা চুলের বাতিস্তুতা কিংবা ঝুঁটি বাঁধা রবার্তো বেজ্জিওর চুলের ছাঁট কিছুটা আলোড়ন তুলেছিল উনিশ শ নব্বইয়ের দশকে। তবে চুলের ছাঁটের ক্ষেত্রে তখনো বিনোদনজগতের তারকারা এগিয়ে ছিলেন। নিজের চুলের ছাঁট ভক্তদের কাছে ভীষণভাবে জনপ্রিয় করতে সক্ষম হয়েছিলেন ব্রিটিশ ফুটবল তারকা ও ফ্যাশন আইকন ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার প্রায় সব ধরনের চুলের ছাঁটই দিয়েছিলেন তাঁর উড়ন্ত সময়ে। ‘বাজ কাট’ থেকে ‘ব্রো ফ্লো’—বাদ যায়নি কোনোটিই। তবে বেকহ্যামের প্রিয় স্টাইল ‘ফেইড উইথ আ কুইফ’। এই স্টাইলে চুলের প্রান্তগুলোর সূক্ষ্ম ছাঁট বেকহ্যামের ব্যক্তিত্বের সঙ্গে সুন্দরভাবে মিলে যায়। ভ্রু যুগল থেকে সোজা মাথার পেছন পর্যন্ত চুল রেখে দুই দিকে একেবারে কামিয়ে ফেলার যে মাহিকান স্টাইল, বেকহ্যাম সেই মাহিকান ছাঁটকেও জনপ্রিয় করে তুলেছিলেন একসময়। জনপ্রিয় ফুটবলারদের চুলের ছাঁটসহ ফ্যাশন অনুষঙ্গ অনুকরণের ট্রেন্ড গতিশীল হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে ফুটবলাররাও এতে নতুনত্ব যোগ করতে থাকেন। বিশ্বের অনেক দেশে, বিশেষ করে ছেলেদের সেলুনে ফুটবলারদের অভিনব চুলের ছাঁটের পোস্টার ঝোলানো থাকে।
সূত্র: ডব্লিউআইওএন ও অন্যান্য
ফুটবলারদের চুলের ছাঁট বা হেয়ারস্টাইল এখন হট ট্রেন্ডি বিষয়। ছোট, মাঝারি ও লম্বা—চুলের ছাঁট যা-ই হোক না কেন, ভক্তদের কাছে সেটাই আধুনিক আর লুফে নেওয়ার বস্তু। বিশ্বের সেরা ফুটবলাররা কেবল তাঁদের খেলার দক্ষতার জন্যই পরিচিত নন, ফ্যাশনেও কম যান না তাঁরা। বিশ্বসেরা ফুটবল তারকাদেরহেয়ারস্টাইল নিয়ে লিখেছেন মোশারফ হোসেন।
মেসি হেয়ারস্টাইল
লিওনেল মেসি
মেসি প্রায় সব ধরনের চুলের ছাঁটই দিয়েছিলেন তারকা হয়ে ওঠার পুরো সময়ে। এর মধ্যে রয়েছে কুইফ, ফ্রিঞ্জ, মুলেট ও ছোট চুলের স্টাইল। ক্যারিয়ারের শুরুর দিকে ঘাড় পর্যন্ত লম্বা চুল রাখতেন তিনি। তবে মেসির বিখ্যাত ছাঁট হচ্ছে মুখভর্তি দাড়ির সঙ্গে কৃত্রিম সোনালি চুলের নিচে কালো রঙের চুল। মেসির এই ছাঁট সারাবিশ্বে বেশ জনপ্রিয়।
ক্লিন লুক
ক্রিস্টিয়ানো রোনালদো
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চুলের স্টাইল একেবারে নিখুঁত। তাঁর মাথার ডান দিকে একটি সিঁথি আছে। দুই পাশে ও পেছনের দিকে চুলগুলো ছোট হতে হতে ত্বকের সঙ্গে মিলে যায়। কপালের দিকে রোনালদোর চুল খুব সুন্দর আকৃতি ধারণ করে। চিরুনি দিয়ে নিখুঁতভাবে স্টাইল ফুটিয়ে তোলার জন্য শক্তিশালী পোমেড ব্যবহার করেন তিনি।
ড্রপ ফেইড কাট
নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র বিভিন্ন বয়সে কয়েক ধরনের চুলের ছাঁট দিয়েছেন। এর মধ্যে আছে শর্ট অ্যান্ড কার্লি, মোহক বা মাহিকান স্টাইল, আন্ডারকাটসহ আফ্রিকান স্টাইল, স্প্যাগেটি ব্লন্ড কাট, কালো চুলের ওপর ব্লন্ড হাইলাইটস, ড্রপ ফেইড ইত্যাদি। তাঁর কোঁকড়ানো আফ্রিকান চুলের সঙ্গে ড্রপ ফেইড ভালোভাবেই মানায়।
বাজ কাট
কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পের পছন্দ জনপ্রিয় চুলের স্টাইল বাজ কাট। এই ছাঁটে সুন্দর লুক আনার জন্য বৈদ্যুতিক ক্লিপার ব্যবহার করা হয়। এই স্টাইলে চুলের দৈর্ঘ্য খুবই কম থাকে। যদিও বাজ কাটে সব জায়গায় চুল একই দৈর্ঘ্যের হয়। তবে চাইলে এমবাপ্পের মতো চুল ছোট হতে হতে ত্বকের সঙ্গে মিলে যাওয়া একটি ভালো বিকল্প হতে পারে।
হিপস্টার লুক
জ্লাতান ইব্রাহিমোভিচ
ইব্রাহিমোভিচের চুলের খোঁপা বিশ্বব্যাপী ‘হিপস্টার স্টাইল’ হিসেবে খ্যাতি পেয়েছে। পৃথিবীজুড়ে বেশির ভাগ পুরুষই এ ধরনের স্টাইল অনুসরণ করেন। এ ধরনের খোঁপার সুবিধা হলো, খেলার সময় চুলগুলো চোখের কোনো বাধা তৈরি করে না। ইব্রাহিমোভিচ কখনো কখনো তাঁর লম্বা চুলে বেণিও বাঁধেন। এ দুই স্টাইলে ইব্রাহিমোভিচকে পরিশীলিত ও সুন্দর দেখায়।
অনুকরণীয় আরও অনেকে
লম্বা চুলের বাতিস্তুতা কিংবা ঝুঁটি বাঁধা রবার্তো বেজ্জিওর চুলের ছাঁট কিছুটা আলোড়ন তুলেছিল উনিশ শ নব্বইয়ের দশকে। তবে চুলের ছাঁটের ক্ষেত্রে তখনো বিনোদনজগতের তারকারা এগিয়ে ছিলেন। নিজের চুলের ছাঁট ভক্তদের কাছে ভীষণভাবে জনপ্রিয় করতে সক্ষম হয়েছিলেন ব্রিটিশ ফুটবল তারকা ও ফ্যাশন আইকন ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার প্রায় সব ধরনের চুলের ছাঁটই দিয়েছিলেন তাঁর উড়ন্ত সময়ে। ‘বাজ কাট’ থেকে ‘ব্রো ফ্লো’—বাদ যায়নি কোনোটিই। তবে বেকহ্যামের প্রিয় স্টাইল ‘ফেইড উইথ আ কুইফ’। এই স্টাইলে চুলের প্রান্তগুলোর সূক্ষ্ম ছাঁট বেকহ্যামের ব্যক্তিত্বের সঙ্গে সুন্দরভাবে মিলে যায়। ভ্রু যুগল থেকে সোজা মাথার পেছন পর্যন্ত চুল রেখে দুই দিকে একেবারে কামিয়ে ফেলার যে মাহিকান স্টাইল, বেকহ্যাম সেই মাহিকান ছাঁটকেও জনপ্রিয় করে তুলেছিলেন একসময়। জনপ্রিয় ফুটবলারদের চুলের ছাঁটসহ ফ্যাশন অনুষঙ্গ অনুকরণের ট্রেন্ড গতিশীল হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে ফুটবলাররাও এতে নতুনত্ব যোগ করতে থাকেন। বিশ্বের অনেক দেশে, বিশেষ করে ছেলেদের সেলুনে ফুটবলারদের অভিনব চুলের ছাঁটের পোস্টার ঝোলানো থাকে।
সূত্র: ডব্লিউআইওএন ও অন্যান্য
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে