স্বতন্ত্র মোড়কে বিএনপি নেতারা

যশোর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৬
Thumbnail image

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোর সদরে স্বতন্ত্রের মোড়কে মাঠে নেমেছে বিএনপি। সদরের ১৫ ইউপির মধ্যে ১১টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলার বিএনপি নেতারা। যদিও এ নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি।

ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে উপজেলা ও জেলা বিএনপি নেতাদের অবস্থান ‘ধরি মাছ, না ছুঁই পানি’ বলে অভিযোগ তৃণমূল নেতাদের। তৃণমূল নেতারা বলছেন, একের পর এক নির্বাচন বয়কটে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে একসময়ের ক্ষমতাসীন দলটি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী বছরের ৫ জানুয়ারি সদর উপজেলার ১৫ ইউপিতে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে কাশিমপুর, বসুন্দিয়া, হৈবতপুর, নওয়াপাড়া, চুড়ামনকাটি, আরবপুর, ইছালী, নরেন্দ্রপুর ফতেপুর, কচুয়া, চাঁচড়া ও দেয়াড়া ইউপি থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি নেতারা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফতেপুর ইউপিতে বিএনপি থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম। চাঁচড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। নরেন্দ্রপুরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান ওলিয়ার রহমান ও রিয়াজুল ইসলাম। নওয়াপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন এবং বিএনপি নেতা আসাদুল ইসলাম ঝন্টু।

কাশিমপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন এবং মোস্তফা এনামুল বারী। আরবপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা সামছুর রহমান এবং কাজী কাশেম। হৈবতপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপি নেতা রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। ইছালী ইউপি থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ও বিএনপি সমর্থক জাহিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দেয়াড়ায় বিএনপি থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন জিয়াউল হক ও মাসুদ রানা। বসুন্দিয়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান খান ও বিএনপি সমর্থক মমিনুল ইসলাম আমিনুল। কচুয়ায় ইউনিয়ন যুবদলের সভাপতি মশিয়ার রহমান খান ও সাবেক সভাপতি হাফিজুর রহমান খান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। চুড়ামনকাটিতে বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা সাইফুল ইসলাম।

এসব ইউপির একাধিক বিএনপি নেতা জানান, দ্বিতীয় ও তৃতীয় ধাপে যশোরের বাঘারপাড়া, চৌগাছা, মনিরামপুর ও শার্শায় ইউপি নির্বাচন হয়েছে। হুমকি-ধমকি সত্ত্বেও নানা টানাপোড়েনের মধ্যেও ওই দুই নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির ৫ নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত