ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারীসহ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা পড়ছে চরম দুর্ভোগে। দুই মিনিটের রাস্তা আধা ঘণ্টায়ও পার হওয়া যাচ্ছে না বলে অভিযোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের। নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পদক্ষেপ নেওয়ার দাবি তাঁদের।
পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার প্রথম দিন থেকেই এ দুর্ভোগে পড়তে হচ্ছে। যানজটের কারণে সঠিক সময়ে পৌঁছানো যাচ্ছে না কেন্দ্রে। যানজটে আটকা পড়ে সড়কেই কেটে যাচ্ছে দীর্ঘ সময়। এ ছাড়া বিভিন্ন যানবাহনের শব্দে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। অন্যদিকে যানজট নিরসনে কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। যদিও কর্তৃপক্ষ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে পৌর শহর ঘুরে দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র কেন্দুয়া সড়কের দুই পাশে সিএনজিচালিত অটোরিকশা অবৈধভাবে পার্ক করে রাখা হয়েছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চালাষ চৌরাস্তা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত যানজটে আটকে আছে বিভিন্ন পরিবহন। এ সময় পরিবহনে অন্যান্য যাত্রীর পাশাপাশি রয়েছে পরীক্ষার্থীরাও। এর মধ্যে হর্নের উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে পড়ছে যাত্রীরা। এ সময় বাসস্ট্যান্ডে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে দেখা গেল, যানজট নিরসনে হিমশিম খাচ্ছেন তিনি।
এ ছাড়া সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় দুই পাশে মাটি ও পানি জমে সরু হয়ে গেছে। এমনকি সড়কের দুই পাশের ফুটপাত দখল হয়ে যাওয়ায় হেঁটেও চলা দায়। পরীক্ষা শেষে বাড়ি ফিরতেও একই দুর্ভোগে পড়তে হয় তাদের।
এ সময় কথা হয় পরীক্ষার্থী রোকসানা আক্তার ও নারগিস পারভিনের সঙ্গে। তারা বলে, যানজটের কারণে পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাড়াহুড়ো করে খাতা নিয়ে সিটে বসতে হয়। এদিকে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
অপর পরীক্ষার্থী নাসির উদ্দিন বলে, ‘সরকারি নওয়ার ইনস্টিটিউশনে সিট পড়েছে আমার। কেন্দ্রটি আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা ও অভিভাবক সোলাইমান মিয়া বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে মেয়েকে মোটরসাইকেলে নিয়ে এসেছি। তারপরও কোনো দিকেই যাওয়া-আসা করা যাচ্ছে না। এ ছাড়া রাস্তায় বের হলে হর্নের শব্দে টেকা দায়। অথচ যানজট নিরসনে কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।’
অটোরিকশাচালক দুদু মিয়া বলেন, ‘এ সড়কে কোনো ব্যবস্থাপনা নেই। এটা শহরের প্রাণকেন্দ্র। অথচ ২০ মিনিট ধরে একই জায়গায় আটকে রয়েছি।’
সড়ক নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ সদস্য রাজু মিয়া বলেন, যে যার মতো সড়কে গাড়ি পার্ক করে রাখছে। এতে ঠিকমতো পরিবহন চলতে পারছে না। ফলে সবাই ভোগান্তির শিকার হচ্ছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইদ্রিস আলী বলেন, পরীক্ষা উপলক্ষে কেন্দ্রে পুলিশি ডিউটি থাকায় একটু বাড়তি চাপে পড়তে হচ্ছে। আগামী পরীক্ষা থেকে যানজট এড়াতে পুলিশ আরও কঠোর হয়ে দায়িত্ব পালন করবে।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, পরীক্ষা উপলক্ষে যানজটের চাপ বেড়ে যাওয়ায় এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে পৌরবাসীকে। এ ছাড়া অবৈধ পার্কিংয়ের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন বলেন, কেন্দ্রে আসতে পরীক্ষার্থীদের যেন ভোগান্তির শিকার হতে না হয়, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর ২ হাজার ৪৯১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।
টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারীসহ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা পড়ছে চরম দুর্ভোগে। দুই মিনিটের রাস্তা আধা ঘণ্টায়ও পার হওয়া যাচ্ছে না বলে অভিযোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের। নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পদক্ষেপ নেওয়ার দাবি তাঁদের।
পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার প্রথম দিন থেকেই এ দুর্ভোগে পড়তে হচ্ছে। যানজটের কারণে সঠিক সময়ে পৌঁছানো যাচ্ছে না কেন্দ্রে। যানজটে আটকা পড়ে সড়কেই কেটে যাচ্ছে দীর্ঘ সময়। এ ছাড়া বিভিন্ন যানবাহনের শব্দে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। অন্যদিকে যানজট নিরসনে কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। যদিও কর্তৃপক্ষ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে পৌর শহর ঘুরে দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র কেন্দুয়া সড়কের দুই পাশে সিএনজিচালিত অটোরিকশা অবৈধভাবে পার্ক করে রাখা হয়েছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চালাষ চৌরাস্তা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত যানজটে আটকে আছে বিভিন্ন পরিবহন। এ সময় পরিবহনে অন্যান্য যাত্রীর পাশাপাশি রয়েছে পরীক্ষার্থীরাও। এর মধ্যে হর্নের উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে পড়ছে যাত্রীরা। এ সময় বাসস্ট্যান্ডে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে দেখা গেল, যানজট নিরসনে হিমশিম খাচ্ছেন তিনি।
এ ছাড়া সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় দুই পাশে মাটি ও পানি জমে সরু হয়ে গেছে। এমনকি সড়কের দুই পাশের ফুটপাত দখল হয়ে যাওয়ায় হেঁটেও চলা দায়। পরীক্ষা শেষে বাড়ি ফিরতেও একই দুর্ভোগে পড়তে হয় তাদের।
এ সময় কথা হয় পরীক্ষার্থী রোকসানা আক্তার ও নারগিস পারভিনের সঙ্গে। তারা বলে, যানজটের কারণে পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাড়াহুড়ো করে খাতা নিয়ে সিটে বসতে হয়। এদিকে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
অপর পরীক্ষার্থী নাসির উদ্দিন বলে, ‘সরকারি নওয়ার ইনস্টিটিউশনে সিট পড়েছে আমার। কেন্দ্রটি আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা ও অভিভাবক সোলাইমান মিয়া বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে মেয়েকে মোটরসাইকেলে নিয়ে এসেছি। তারপরও কোনো দিকেই যাওয়া-আসা করা যাচ্ছে না। এ ছাড়া রাস্তায় বের হলে হর্নের শব্দে টেকা দায়। অথচ যানজট নিরসনে কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।’
অটোরিকশাচালক দুদু মিয়া বলেন, ‘এ সড়কে কোনো ব্যবস্থাপনা নেই। এটা শহরের প্রাণকেন্দ্র। অথচ ২০ মিনিট ধরে একই জায়গায় আটকে রয়েছি।’
সড়ক নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ সদস্য রাজু মিয়া বলেন, যে যার মতো সড়কে গাড়ি পার্ক করে রাখছে। এতে ঠিকমতো পরিবহন চলতে পারছে না। ফলে সবাই ভোগান্তির শিকার হচ্ছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইদ্রিস আলী বলেন, পরীক্ষা উপলক্ষে কেন্দ্রে পুলিশি ডিউটি থাকায় একটু বাড়তি চাপে পড়তে হচ্ছে। আগামী পরীক্ষা থেকে যানজট এড়াতে পুলিশ আরও কঠোর হয়ে দায়িত্ব পালন করবে।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, পরীক্ষা উপলক্ষে যানজটের চাপ বেড়ে যাওয়ায় এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে পৌরবাসীকে। এ ছাড়া অবৈধ পার্কিংয়ের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন বলেন, কেন্দ্রে আসতে পরীক্ষার্থীদের যেন ভোগান্তির শিকার হতে না হয়, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর ২ হাজার ৪৯১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে