Ajker Patrika

থানচি মৌজার সুডমা ক্রইমুইপ্রু মারমা চলে গেলেন

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১২: ৩০
থানচি মৌজার সুডমা ক্রইমুইপ্রু মারমা চলে গেলেন

বান্দরবানে থানচি হেডম্যানপাড়ার ক্রইমুই প্রু মারমা ৯৮ বছর বয়সে মারা গেছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের ওই পাড়া নিজ বাড়িতে মারা যান।

ক্রইমুই প্রু মারমাকে গতকাল বৃহস্পতিবার বিকেলে থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের পাশে চাইনক্যং-এ রাখা হয়েছে। আগামী ডিসেম্বরে তাঁর শেষ অন্তেষ্ঠিক্রীয়া হবে বলে জানা গেছে।

ক্রইমুই প্রু মারমা থানচি মৌজা প্রধান (হেডম্যান) প্রয়াত উশৈমং মারমার সহধর্মিণী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান হেডম্যান হ্লাফসু মারমার মা। তিনি ৮ ছেলে ও অনেক নাতি-নাতনি রেখে গেছেন।

ক্রইমুই প্রু মারমার ছেলে হ্লাফসু হেডম্যান আজকের পত্রিকাকে বলেন, ‘বৌদ্ধধর্ম অনুসারে আমার মা দীর্ঘদিন ধরে ভিক্ষুনি (সুডমা) ছিলেন। তাই আজ (বৃহস্পতিবার) আমাদের স্বজন ও বৌদ্ধভিক্ষুদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকের আগামী ডিসেম্বরে থানচি কেন্দ্রীয় শ্মশানে তাঁর শেষ অন্তেষ্ঠিক্রীয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে ক্রইমুই প্রুর মৃত দেহ শেষবার দেখতে তাঁর বাড়িতে শত শত ভক্ত ভিড় করেন। তাঁর মৃত্যুতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, সাবেক ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, সংরক্ষিত ইউপি সদ্য নুচিংপ্রু মারমা, হ্লাহ্লায়ি মারমা, ইউপি সদস্য ডেভিট ত্রিপুরা ফুল দিয়ে ক্রইমুই প্রুর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উবামং মারমা, সাবেক সভাপতি ম্যথোয়াইম্যা মারমা রনি, নির্বাহী সদস্য স্বপন কুমার বিশ্বাস, যুবলীগের সভাপতি সচিন ত্রিপুরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত