অবৈধ দেড় শ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরীর তিন স্থানে খাল-নালা ও নর্দমার ওপর থেকে অন্তত দেড় শ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। বিশেষ কোর্ট ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রথমে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বায়েজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সাংবাদিক হাউজিং সোসাইটির গেট থেকে প্রায় ১ কিলোমিটার এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পরে মুরাদপুর মোড় ও বকশীর বিট এলাকায় অভিযান চালানো হয়। এ দুই স্থানে আরও ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে অংশ নেওয়া সিডিএর ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফয়েজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, অভিযানের সময় অন্তত দেড় শ অবৈধ স্থাপনার সামনের অংশ ভেঙে দেওয়া হয়েছে। বাকি স্থাপনা সরাতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

অভিযানে অন্যদের মধ্যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী, সিডিএর নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত