সিলেট সংবাদদাতা
জেলা প্রশাসনের মাধ্যমে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে এই দাবি জানান প্রকৌশলীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নকাজে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতাবিহীন জনবল দিয়ে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন করানো হলে মাঠপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাঙ্ক্ষিত জটিলতার সৃষ্টি হবে। এতে প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প-২০৪১-এর অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। এ ছাড়া প্রকৌশল কার্যক্রম অপ্রকৌশলীদের দ্বারা তদারক করা প্রকৌশলীদের জন্য অসম্মানজনক এবং এটি পৃথক একটি দপ্তরের মাধ্যমে প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া চালু অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত।
এই আদেশকে উলুবনে মুক্তো ছড়ানো উল্লেখ করে বক্তারা আরও বলেন, গত ১৮-২০ জানুয়ারি অনুষ্ঠিত ডিসি সম্মেলনে ডিসিরা প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা সম্পর্কিত একটি অযৌক্তিক দাবি উত্থাপন করার প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী তাৎক্ষণিক নাকচ করে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অযৌক্তিক আদেশ দেশের উন্নয়নবিরোধী ষড়যন্ত্র বলে আইইবি মনে করে। এই আদেশ অবিলম্বে বাতিল না হলে দেশের লক্ষাধিক প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীদের সঙ্গে নিয়ে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
আইইবি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান মো. জয়নাল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদিরের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদার, আরইবির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইইডির নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, শাবিপ্রবির প্রকৌশলী ড. মো. ইকবাল, আরএইচডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকৌশলী নিজাম উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহিম, প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ।
জেলা প্রশাসনের মাধ্যমে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে এই দাবি জানান প্রকৌশলীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নকাজে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতাবিহীন জনবল দিয়ে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন করানো হলে মাঠপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাঙ্ক্ষিত জটিলতার সৃষ্টি হবে। এতে প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প-২০৪১-এর অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। এ ছাড়া প্রকৌশল কার্যক্রম অপ্রকৌশলীদের দ্বারা তদারক করা প্রকৌশলীদের জন্য অসম্মানজনক এবং এটি পৃথক একটি দপ্তরের মাধ্যমে প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া চালু অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত।
এই আদেশকে উলুবনে মুক্তো ছড়ানো উল্লেখ করে বক্তারা আরও বলেন, গত ১৮-২০ জানুয়ারি অনুষ্ঠিত ডিসি সম্মেলনে ডিসিরা প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা সম্পর্কিত একটি অযৌক্তিক দাবি উত্থাপন করার প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী তাৎক্ষণিক নাকচ করে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অযৌক্তিক আদেশ দেশের উন্নয়নবিরোধী ষড়যন্ত্র বলে আইইবি মনে করে। এই আদেশ অবিলম্বে বাতিল না হলে দেশের লক্ষাধিক প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীদের সঙ্গে নিয়ে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
আইইবি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান মো. জয়নাল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদিরের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদার, আরইবির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইইডির নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, শাবিপ্রবির প্রকৌশলী ড. মো. ইকবাল, আরএইচডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকৌশলী নিজাম উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহিম, প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে