বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা। নাম ‘অভিযান’। গতকাল মুক্তি পেয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় সিনেমাটির কাজ শুরু হয়। তাঁর যুবক বয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। সৌমিত্র নিজেও অভিনয় করেছেন ‘অভিযান’-এ।
মুক্তির আগে পয়লা বৈশাখের দিন কলকাতায় হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। এর সহপ্রযোজক হিসেবে আছেন অরিত্র সেন। তাঁর নিমন্ত্রণেই প্রিমিয়ার শোতে উপস্থিত থাকার সুযোগ হয় বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানের। পয়লা বৈশাখের দিন ঢাকায় না থাকতে পেরে কিছুটা আফসোস ছিল এই অভিনেত্রীর। তবে সেই খারাপ লাগাটা ঘুচিয়ে দিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিত বায়োপিক ‘অভিযান’ উপভোগ করার সুযোগ। বায়োপিকটি দেখে খুবই মুগ্ধ তারিন জাহান।
মুঠোফোনে কলকাতা থেকে তারিন তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একাধারে একজন অভিনেতা, লেখক, আবৃত্তিকার, রাজনীতিবিদ। সত্যজিৎ রায় থেকে শুরু করে আজকের নবীন নির্মাতাদের সঙ্গেও তিনি কাজ করেছেন। তাতে তাঁরই অভিজ্ঞতার ঝুলি বড় হয়েছে। নিজেকে তিনি প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করেছেন। এসব বিষয় শিল্পীদের জন্য শিক্ষণীয়।’
তারিন যোগ করেন, ‘শিল্পীর জীবনে কত ধরনের যে উত্থান-পতন থাকে, কত ধরনের সংগ্রাম থাকে, কত মিথ্যাকে যে সত্য ভাবা হয়, আর কত সত্য যে ঢাকা পড়ে যায়, তা নতুন করে উপলব্ধি হলো অভিযান উপভোগ করে। বয়স বাড়লেই যে শিল্পী ফুরিয়ে যান না, তিনি তা প্রমাণ করে গেছেন। এবারের পয়লা বৈশাখে এমন একটি বায়োপিক উপভোগ করতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার মনে হয়, এই বায়োপিক প্রত্যেক শিল্পীর আগ্রহ নিয়ে দেখা উচিত।’
বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা। নাম ‘অভিযান’। গতকাল মুক্তি পেয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় সিনেমাটির কাজ শুরু হয়। তাঁর যুবক বয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। সৌমিত্র নিজেও অভিনয় করেছেন ‘অভিযান’-এ।
মুক্তির আগে পয়লা বৈশাখের দিন কলকাতায় হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। এর সহপ্রযোজক হিসেবে আছেন অরিত্র সেন। তাঁর নিমন্ত্রণেই প্রিমিয়ার শোতে উপস্থিত থাকার সুযোগ হয় বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানের। পয়লা বৈশাখের দিন ঢাকায় না থাকতে পেরে কিছুটা আফসোস ছিল এই অভিনেত্রীর। তবে সেই খারাপ লাগাটা ঘুচিয়ে দিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিত বায়োপিক ‘অভিযান’ উপভোগ করার সুযোগ। বায়োপিকটি দেখে খুবই মুগ্ধ তারিন জাহান।
মুঠোফোনে কলকাতা থেকে তারিন তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একাধারে একজন অভিনেতা, লেখক, আবৃত্তিকার, রাজনীতিবিদ। সত্যজিৎ রায় থেকে শুরু করে আজকের নবীন নির্মাতাদের সঙ্গেও তিনি কাজ করেছেন। তাতে তাঁরই অভিজ্ঞতার ঝুলি বড় হয়েছে। নিজেকে তিনি প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করেছেন। এসব বিষয় শিল্পীদের জন্য শিক্ষণীয়।’
তারিন যোগ করেন, ‘শিল্পীর জীবনে কত ধরনের যে উত্থান-পতন থাকে, কত ধরনের সংগ্রাম থাকে, কত মিথ্যাকে যে সত্য ভাবা হয়, আর কত সত্য যে ঢাকা পড়ে যায়, তা নতুন করে উপলব্ধি হলো অভিযান উপভোগ করে। বয়স বাড়লেই যে শিল্পী ফুরিয়ে যান না, তিনি তা প্রমাণ করে গেছেন। এবারের পয়লা বৈশাখে এমন একটি বায়োপিক উপভোগ করতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার মনে হয়, এই বায়োপিক প্রত্যেক শিল্পীর আগ্রহ নিয়ে দেখা উচিত।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে