মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরের পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়ার রাস্তাটি পাকাকরণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেওয়ার পরও চলমান রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ ছাড়া এক বছরের মধ্যে কাজ বাস্তবায়ন করার কথা থাকলেও আড়াই বছরে ৪০ ভাগ কাজ হয়েছে বলে এলজিইডি সূত্রে জানা গেছে।
আরও জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ৪ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সড়কটি পাকাকরণ কাজের দরপত্র দেয় সৈয়দ মজিবুর রহমান ও অবণী এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৩ মিটার প্রস্থ ৮ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তায় বেড কেটে ১০ ইঞ্চি বালু ফিলিং, ৬ ইঞ্চি খোয়া ও বালুমিশ্রিত ফিলিং, ৬ ইঞ্চি উচ্চতায় খোয়া ও রোলিং করার কথা। পরিমাণের চেয়ে কম বালু ফিলিং ও নিম্নমানের ইটের খোয়া ফেলে রোলিং করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
নিম্নমানের ইটের খোয়া রোলার মেশিন দিয়ে রোলিং করার সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে। স্থানীয় প্রকৌশল কার্যালয় ঠিকমতো কাজ তদারকি করছে না। এদিকে সড়কটিতে নিম্নমানের কাজ হওয়ায় শুক্রবার স্থানীয় লোকজন নির্মাণকাজ বন্ধ করে দেন। এরপরও শনিবার ঠিকাদারের লোকজন কাজ চলমান রাখেন।
তবে কাজের তদারকির দায়িত্বে থাকা এলজিইডির কার্যসহকারী রুহুল আমিন বলেন, নিম্নমানের খোয়া ব্যবহার করায় শুক্রবার কাজ বন্ধ ছিল; কিন্তু ইটের খোয়া সরবরাহকারী স্থানীয় আব্দুল মান্নান ও ঠিকাদারের লোকজন প্রভাব দেখিয়ে কাজ করে যাচ্ছেন।
পাহাড়পুর গ্রামের বাসিন্দারা জানান, আট কিলোমিটার এ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে মির্জাপুর, সাটুরিয়া ও ধামরাই এই তিন উপজেলাসহ আশপাশের ৫০ থেকে ৬০ গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়াত সংসদ সদস্য মো. একাব্বর হোসেন রাস্তাটি পাকা করার ব্যবস্থা করেন। কাজটি এক বছরেরও কম সময়ে শেষ করার কথা থাকলেও আড়াই বছরে তা শেষ হয়নি।
নির্মাণকাজে তদারকির দায়িত্বে থাকা ইকবাল হোসেন বলেন, আগের সব খোয়া মানসম্মত দেওয়া হয়েছে। দুই দিন আগে কয়েক গাড়ি খোয়া নিম্নমানের আসায় কাজ বন্ধ করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান অবণী এন্টারপ্রাইজের মালিক হেকমত আলী জানান, স্থানীয় সরবরাহকারী কয়েক গাড়ি নিম্নমানের ইটের খোয়া সরবরাহ করেছিলেন। সেসব খোয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, নানা কারণে ঠিকাদার কাজটি বাস্তবায়নে কালক্ষেপণ করেছেন। শুক্রবার নিম্নমানের কয়েক গাড়ি খোয়া ফেলার অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছিল। নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরের পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়ার রাস্তাটি পাকাকরণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেওয়ার পরও চলমান রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ ছাড়া এক বছরের মধ্যে কাজ বাস্তবায়ন করার কথা থাকলেও আড়াই বছরে ৪০ ভাগ কাজ হয়েছে বলে এলজিইডি সূত্রে জানা গেছে।
আরও জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ৪ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সড়কটি পাকাকরণ কাজের দরপত্র দেয় সৈয়দ মজিবুর রহমান ও অবণী এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৩ মিটার প্রস্থ ৮ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তায় বেড কেটে ১০ ইঞ্চি বালু ফিলিং, ৬ ইঞ্চি খোয়া ও বালুমিশ্রিত ফিলিং, ৬ ইঞ্চি উচ্চতায় খোয়া ও রোলিং করার কথা। পরিমাণের চেয়ে কম বালু ফিলিং ও নিম্নমানের ইটের খোয়া ফেলে রোলিং করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
নিম্নমানের ইটের খোয়া রোলার মেশিন দিয়ে রোলিং করার সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে। স্থানীয় প্রকৌশল কার্যালয় ঠিকমতো কাজ তদারকি করছে না। এদিকে সড়কটিতে নিম্নমানের কাজ হওয়ায় শুক্রবার স্থানীয় লোকজন নির্মাণকাজ বন্ধ করে দেন। এরপরও শনিবার ঠিকাদারের লোকজন কাজ চলমান রাখেন।
তবে কাজের তদারকির দায়িত্বে থাকা এলজিইডির কার্যসহকারী রুহুল আমিন বলেন, নিম্নমানের খোয়া ব্যবহার করায় শুক্রবার কাজ বন্ধ ছিল; কিন্তু ইটের খোয়া সরবরাহকারী স্থানীয় আব্দুল মান্নান ও ঠিকাদারের লোকজন প্রভাব দেখিয়ে কাজ করে যাচ্ছেন।
পাহাড়পুর গ্রামের বাসিন্দারা জানান, আট কিলোমিটার এ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে মির্জাপুর, সাটুরিয়া ও ধামরাই এই তিন উপজেলাসহ আশপাশের ৫০ থেকে ৬০ গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়াত সংসদ সদস্য মো. একাব্বর হোসেন রাস্তাটি পাকা করার ব্যবস্থা করেন। কাজটি এক বছরেরও কম সময়ে শেষ করার কথা থাকলেও আড়াই বছরে তা শেষ হয়নি।
নির্মাণকাজে তদারকির দায়িত্বে থাকা ইকবাল হোসেন বলেন, আগের সব খোয়া মানসম্মত দেওয়া হয়েছে। দুই দিন আগে কয়েক গাড়ি খোয়া নিম্নমানের আসায় কাজ বন্ধ করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান অবণী এন্টারপ্রাইজের মালিক হেকমত আলী জানান, স্থানীয় সরবরাহকারী কয়েক গাড়ি নিম্নমানের ইটের খোয়া সরবরাহ করেছিলেন। সেসব খোয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, নানা কারণে ঠিকাদার কাজটি বাস্তবায়নে কালক্ষেপণ করেছেন। শুক্রবার নিম্নমানের কয়েক গাড়ি খোয়া ফেলার অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছিল। নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে