শেখ রাসেলকে নিয়ে কাহিনিচিত্রে তারিন

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১০: ৩২
Thumbnail image

সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে কাহিনিচিত্র ‘আমি মায়ের কাছে যাবো’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত কাহিনিচিত্রের নাট্যরূপ দিয়েছেন আওরঙ্গজেব। নির্মাণ করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। কাহিনিচিত্রে শেখ রাসেল চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী দিহান আর শেখ রাসেলের গৃহশিক্ষিকা গীতালি দাশ গুপ্তা চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরি আলম প্রমুখ। ইতিমধ্যেই কাহিনিচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। তারিন জানিয়েছেন, নতুন বছরে জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রিমিয়ার হবে কাহিনিচিত্রটির।

তারিন বলেন, ‘গল্পটা আগেই বহুলপঠিত। চিত্রনাট্যটা আমার দারুণ লেগেছে। বেশ আবেগ ছুঁয়ে যায়। গল্পের সঙ্গে মিশে গিয়েছিলাম আমরা। যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকেই ভালো করেছেন। এখন মিউজিক আর সম্পাদনা শেষে কেমন দাঁড়ায়, সেটা দেখার অপেক্ষায় আছি। কারণ, আমাদের আবেগটাকে যথাযথ ফুটিয়ে তোলার জন্য মিউজিক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার বিশ্বাস, আমরা দর্শকের আবেগকে নাড়া দিতে পারব।’

এর আগে শোক দিবস উপক্ষে তারিন অভিনয় করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সোহেল রানা বয়াতীর পরিচালনায় নির্মিত ডকুড্রামা ‘রক্তমাখা সিঁড়ি’তে। সেখানে তারিনের অভিনয় প্রশংসিত হয়। সুমন হাজংয়ের লেখা, সুমন কল্যাণের সুর ও সংগীতে ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের গানকে ঘিরে তৈরি হয়েছিল ডকুড্রামাটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশীতা বড়ুয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত