তালাবদ্ধ ঘরে নারীর লাশ, স্বামী পলাতক

যশোর প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৩: ১০
Thumbnail image

যশোর সদরে রহিমা বেগম (৪০) নামের এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাজীপাড়া আমতলা এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার যশোর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

পুলিশের ধারণা, তিন দিন আগে তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে তালাবদ্ধ করে ফেলে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে ওই সবজি বিক্রেতার স্বামী পলাতক রয়েছেন।

রহিমা বেগম যশোরের শার্শার পুটখালী গ্রামের জাকির বিশ্বাসের স্ত্রী। তাঁরা যশোর শহরের কাজীপাড়া আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বাড়ির মালিক শরিফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরেই জাকির-রহিমা দম্পতি আমাদের বাড়িতে ভাড়া থাকত। পরকীয়া সম্পর্কর জের ধরে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-ফ্যাসাদ লেগে থাকত। কিন্তু গত তিন দিন ধরে তাঁদের কোনো সাড়া শব্দ মিলছিল না। এ সময় আমরা খোঁজ নিয়ে দেখি দরজায় তালা দেওয়া রয়েছে।’

শরিফুল ইসলাম আরও বলেন, ‘একপর্যায়ে বৃহস্পতিবার তাঁদের ঘর থেকে গন্ধ বের হচ্ছে। তখন আমরা ভাড়াটিয়া জাকির হোসেনের মোবাইল নম্বরে ফোন দিই। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। বিকেলে স্থানীয়দের সহযোগিতায় ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে রহিমা বেগমের লাশ পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছিল। আজ (শুক্রবার) ময়নাতদন্ত শেষে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ওসি তাজুল ইসলাম আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর স্বামী ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছেন। আমরা তাঁকে খুঁজছি। এ ছাড়া ওই নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত