আজকের পত্রিকা ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে। গত রোববার রাতে ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: ঈশ্বরদীতে বালুবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে সাঁড়া মাড়োয়ারি সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের পাশে ঈশ্বরদী-লালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান মিস্টার (৩৫) রাজশাহীর বাঘা পৌরসভার বাজুবাঘা নতুনপাড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে।
গোপালগঞ্জ: কাশিয়ানীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মোল্লা (২৫) নড়াইলের লোহাগড়া উপজেলার রায় গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। অন্যদিকে উপজেলার ধূসর এলাকায় বাসচাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা পৌনে ১১টার
দিকে একই মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো কুদ্দুছ মোল্লা (৫৫) রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে।
মুন্সিগঞ্জ: সিরাজদিখানে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক প্রাণ হারিয়েছেন। গতকাল সকালে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসান শেখ (২৪) ফরিদপুর জেলার শাজাহান শেখের ছেলে।
ময়মনসিংহ: তারাকান্দায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডৌয়াতলা নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তারাকান্দার পঙ্গুয়াই এলাকার সিরাজুল ইসলাম (৪০) ও ধোবাউড়া উপজেলার মোশাররফ (২১)। তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম: বোয়ালখালীতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে রিকশাযাত্রী এক তরুণী নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে আরাকান সড়কের রায়খালী পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসা আকতার (১৯) পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার মো. দিদারের স্ত্রী। তাঁর এক বছর বয়সী আদ্রিসা নামের একটি মেয়ে রয়েছে।
হবিগঞ্জ: বাহুবলে কাঠবোঝাই পিকআপ ভ্যান উল্টে দুজন মারা গেছেন। রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন হিলালপুর গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে জহুর মিয়া (৫৫) ও অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে মো. নুরুল আমিন (৩৫)।
অন্যদিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চুনারুঘাটে এক যুবকের প্রাণ গেছে। রোববার মধ্যরাতে গাজীগঞ্জ বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত বিশাল উড়াং (২০) নাছিমাবাদ চা-বাগানের বাসিন্দা আকাশ উড়াংয়ের ছেলে।
দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে। গত রোববার রাতে ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: ঈশ্বরদীতে বালুবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে সাঁড়া মাড়োয়ারি সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের পাশে ঈশ্বরদী-লালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান মিস্টার (৩৫) রাজশাহীর বাঘা পৌরসভার বাজুবাঘা নতুনপাড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে।
গোপালগঞ্জ: কাশিয়ানীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মোল্লা (২৫) নড়াইলের লোহাগড়া উপজেলার রায় গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। অন্যদিকে উপজেলার ধূসর এলাকায় বাসচাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা পৌনে ১১টার
দিকে একই মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো কুদ্দুছ মোল্লা (৫৫) রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে।
মুন্সিগঞ্জ: সিরাজদিখানে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক প্রাণ হারিয়েছেন। গতকাল সকালে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসান শেখ (২৪) ফরিদপুর জেলার শাজাহান শেখের ছেলে।
ময়মনসিংহ: তারাকান্দায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডৌয়াতলা নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তারাকান্দার পঙ্গুয়াই এলাকার সিরাজুল ইসলাম (৪০) ও ধোবাউড়া উপজেলার মোশাররফ (২১)। তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম: বোয়ালখালীতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে রিকশাযাত্রী এক তরুণী নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে আরাকান সড়কের রায়খালী পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসা আকতার (১৯) পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার মো. দিদারের স্ত্রী। তাঁর এক বছর বয়সী আদ্রিসা নামের একটি মেয়ে রয়েছে।
হবিগঞ্জ: বাহুবলে কাঠবোঝাই পিকআপ ভ্যান উল্টে দুজন মারা গেছেন। রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন হিলালপুর গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে জহুর মিয়া (৫৫) ও অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে মো. নুরুল আমিন (৩৫)।
অন্যদিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চুনারুঘাটে এক যুবকের প্রাণ গেছে। রোববার মধ্যরাতে গাজীগঞ্জ বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত বিশাল উড়াং (২০) নাছিমাবাদ চা-বাগানের বাসিন্দা আকাশ উড়াংয়ের ছেলে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪