Ajker Patrika

গৃহবধূর লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ৪৪
গৃহবধূর লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা

দিনাজপুরের বীরগঞ্জে সুমি আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ গত সোমবার রাত ১১টায় উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ উপজেলার মরিচা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খড়িকাদাম এলাকার বাসিন্দা ফিরোজের স্ত্রী ও এক সন্তানের জননী। তবে সুমি আক্তারের পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।

সুমির বড় ভাই আব্দুর রহিম জানান, ‘বিয়ের পর ভাশুর ও শাশুড়ি তাঁর ওপর অত্যাচার করত। ৭ / ৮ মাস আগেও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিচার করেছেন। নতুন বাড়ি বানানো শুরু করলে অত্যাচার আরও বেড়ে যায়।’

বীরগঞ্জ হাসপাতালের কর্মরত চিকিৎসক তানভির তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই গৃহবধূর মারা যান। তাঁর হাতে ঝলসানোর দাগ পাওয়া গেছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিন প্রধান বলেন, এসআই মাহাফুজ ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত