মিঠাপুকুর প্রতিনিধি
পূর্বপুরুষদের স্মরণে মিঠাপুকুরে গত বৃহস্পতিবার রাতে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িগুলো দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠেছিল। প্রায় প্রতিটি বাড়িতে মাটির তৈরি প্রদীপ প্রজ্বালন করতে দেখা গেছে।
এবার মন্দির ও বাড়িতে হামলার প্রতিবাদে দীপাবলি উৎসব বর্জন করার কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। তারপরও গ্রামাঞ্চলে বাসরত হিন্দু ধর্মাবলম্বীরা দীপাবলি পালন করেছেন।
চিথলী দক্ষিণ পাড়ার গৃহিণী ঝরনা রানী বলেন, ধর্ম চিরন্তন সত্য। কোনো ধরনের হুমকি ও ভয়ভীতির কারণে ধর্মীয় উৎসব বন্ধ হয় না, হতে পারে না। তা ছাড়া দীপাবলির আলোয় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশ ঘটে। এই আলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে।
দীপাবলি বর্জন করা প্রসঙ্গে কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা প্রকৌশলী অজয় দেবনাথ বলেন, ধার্মিকেরা ধর্ম পালন করবেন। কে হুমকি দিল, কে ভয় দেখাল, এসবে ধর্মকর্ম বন্ধ হয় না। দীপাবলি ছাড়াও মহাধুমধামে শ্যামা পূজা করা হয়েছে। কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের পুরোহিত কানাই চক্রবর্তী জানান, প্রতি বছর শ্যামা পূজার সময় অমাবস্যা তিথিতে হিন্দু ধর্মের মানুষ দীপ জ্বালিয়ে প্রয়াত পূর্ব পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁদের স্মরণ করেন।
নির্বিঘ্ন উৎসব পালনে গ্রাম পুলিশ দিয়ে টহলের ব্যবস্থা করা হয়েছিল বলে জানান মিলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছি। তবে আলোর উৎসব বর্জন করা হয়েছে। যেমন আতশবাজি ও ফটকা ফোটানো হয়নি। ছিল না বৈদ্যুতিক আলোকসজ্জা।’
পূর্বপুরুষদের স্মরণে মিঠাপুকুরে গত বৃহস্পতিবার রাতে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িগুলো দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠেছিল। প্রায় প্রতিটি বাড়িতে মাটির তৈরি প্রদীপ প্রজ্বালন করতে দেখা গেছে।
এবার মন্দির ও বাড়িতে হামলার প্রতিবাদে দীপাবলি উৎসব বর্জন করার কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। তারপরও গ্রামাঞ্চলে বাসরত হিন্দু ধর্মাবলম্বীরা দীপাবলি পালন করেছেন।
চিথলী দক্ষিণ পাড়ার গৃহিণী ঝরনা রানী বলেন, ধর্ম চিরন্তন সত্য। কোনো ধরনের হুমকি ও ভয়ভীতির কারণে ধর্মীয় উৎসব বন্ধ হয় না, হতে পারে না। তা ছাড়া দীপাবলির আলোয় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশ ঘটে। এই আলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে।
দীপাবলি বর্জন করা প্রসঙ্গে কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা প্রকৌশলী অজয় দেবনাথ বলেন, ধার্মিকেরা ধর্ম পালন করবেন। কে হুমকি দিল, কে ভয় দেখাল, এসবে ধর্মকর্ম বন্ধ হয় না। দীপাবলি ছাড়াও মহাধুমধামে শ্যামা পূজা করা হয়েছে। কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের পুরোহিত কানাই চক্রবর্তী জানান, প্রতি বছর শ্যামা পূজার সময় অমাবস্যা তিথিতে হিন্দু ধর্মের মানুষ দীপ জ্বালিয়ে প্রয়াত পূর্ব পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁদের স্মরণ করেন।
নির্বিঘ্ন উৎসব পালনে গ্রাম পুলিশ দিয়ে টহলের ব্যবস্থা করা হয়েছিল বলে জানান মিলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছি। তবে আলোর উৎসব বর্জন করা হয়েছে। যেমন আতশবাজি ও ফটকা ফোটানো হয়নি। ছিল না বৈদ্যুতিক আলোকসজ্জা।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে