Ajker Patrika

মহাসড়ক ঘেঁষে বাঁশের হাট

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৪: ২৬
মহাসড়ক ঘেঁষে বাঁশের হাট

ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কের পাশে বাঁশের হাট বসায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারে সড়কের পাশে যত্রতত্র বাঁশ কেনা বেচা হচ্ছে।

অনেক সময় সড়কের ওপর দিয়ে বাঁশ টানা হিঁচড়া করা হয়। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রতিদিনই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। যে কেন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের ওপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবে বাঁশ টানাটানি করছে। প্রতি সপ্তাহের রোববার ও সোমবার এখানে হাট বসলেও বাঁশের হাট থাকে প্রতিদিন।

পাশের বাবুর কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কের পাশ দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। বাঁশের হাট বসায় তাঁরাও জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকা দিয়ে চলাচল করছে।

এই সড়কের অটো চালক শহিদুল ইসলাম বলেন, সড়কের ওপর দিয়ে যে ভাবে বাঁশ টানাটানি করে এতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে অটো বাইক চালাচ্ছি।

ঝাটুরদিয়া বাজারের ব্যবসায়ী ওমর ফারুক জানান, বিশ্বরোড দিয়ে দুর পাল্লার গাড়ি দ্রুত গতিতে চলে। পাশে বাঁশের হাট বসায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

পার্শ্ববর্তী বাবুর কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই অভিযোগ করে বলেন, মহাসড়কের পাশ দিয়ে আমরা স্কুলে আসা যাওয়া করি। সড়কের পাশে বাঁশের হাট বসায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়কের পাশ দিয়ে বিদ্যালয় আসা যাওয়া করতে হয়।

ঝাটুরদিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু বলেন, ‘বাজারের জায়গা সংকট থাকায় সড়কের পাশে বাঁশ কেনা বেচা হচ্ছে। দ্রুত সরিয়ে ফেলা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ‘মহাসড়কের পাশে বাঁশের হাট বসে অভিযোগ পেয়েছি। বাজারের পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত মহাসড়ক পরিষ্কার করার জন্য। এরপর ও কেউ সড়কের পাশে বাজার বসালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত