ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
একসময় সিলেটজুড়ে নির্বাচনী মাঠে আধিপত্য ছিল জাতীয় পার্টির (জাপা)। সময়ের ব্যবধানে জাপার সেই অবস্থান আর নেই। তবে নির্বাচন এলেই সবার আগে আলোচনায় আসে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দলের কথা। ২০০১ সালে জাপার প্রার্থীকে হারিয়ে সিলেট-৩ আসন দখলে নেয় বিএনপি। এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি চলে যায় আওয়ামী লীগের ঘরে। এরপর থেকে এই আসন এখন পর্যন্ত দলটির কবজায়। জাপা এখন অনেকটা ব্রাত্য। ভোট বেড়েছে আওয়ামী লীগ-বিএনপির। তবে দুই দলের ভোট প্রায় সমান সমান। আগামী নির্বাচনে জয় তাই অনেকটা নির্ভর করছে ভাসমান বা নির্দলীয় ভোটারদের ওপর।
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে মাঠে নেমেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অর্ধডজন নেতা। তাঁরা হলেন হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। দলীয় মনোনয়ন পেতে মাঠে আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ এবং সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী।
বিএনপি নির্বাচনে অংশ নিলে দলীয় মনোনয়ন চাইবেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের এপিএস এবং দলটির সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম এবং দলটির চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা এম এ হকের ছেলে ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি শফি আহমেদ চৌধুরীও আছেন মাঠে।
জাপার মনোনয়নপ্রত্যাশী দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিকসহ বেশ কয়েকজন। আতিক সর্বশেষ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আসনের তিন উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির হানাহানি না থাকলেও সরব উপস্থিতি আছে দুই দলেরই। স্থানীয়রা বলছেন, ভোটেও দুই দল সমান সমান। প্রার্থীর ব্যক্তি জনপ্রিয়তা, দলের নির্বাচনী চমক এবং দলের বাইরের ভোটারদের ভোট ঠিক করে দেবে, কে হবেন আসনের এমপি। আওয়ামী লীগে বর্তমান এমপির পাশাপাশি ডা. দুলালেরও জনপ্রিয়তা রয়েছে। তবে পিছিয়ে নেই বিএনপিও। ব্যক্তি হিসেবে বিএনপির কাইয়ুম চৌধুরীও বেশ জনপ্রিয়। তিনি প্রার্থী হলে ভোটে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, এখানে তাঁদের অবস্থান বেশ সুদৃঢ়। সংগঠনগুলো সক্রিয়। করোনাভাইরাস ও বন্যায় মানুষের পাশে থাকায় নেতাদের জনপ্রিয়তা বেড়েছে। বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘জনগণ যে প্রত্যাশা নিয়ে মহামারি করোনার মধ্যেও উপনির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, আমিও মানুষের সেই প্রত্যাশা পূরণে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’
ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ‘তিন উপজেলার মানুষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। সার্বিক দিক বিবেচনায় আমি দলীয় মনোনয়নের যোগ্য। মনোনয়ন দিলে জয় নিশ্চিত।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে আপাতত ভাবছি না। মানুষের ভাতের ও ভোটের অধিকার নিয়ে আন্দোলন করছি। যদি এগুলো নিশ্চিত করতে পারি, আর দল নির্বাচনে অংশ নেয়, তখন মনোনয়নপ্রত্যাশী।’
একাধিক ভোটারের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাঁরা বলছেন, দলগতভাবে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ভালো। ব্যক্তি হিসেবে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন বেশ জনপ্রিয়। আসনটিতে তিনি নৌকার বলয় গড়তে সক্ষম হয়েছেন। নেই কোনো কোন্দল। নৌকার প্রতি একটু টান আছে অনেকের। তবে এবার বিএনপির বাজিমাত করার সুযোগ রয়েছে। সবকিছুই নির্ভর করছে নির্বাচন কেমন হবে এবং কারা অংশ নেবেন তার ওপর।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ২৯৩। পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৮৬৮ এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৪২৫ জন।
একসময় সিলেটজুড়ে নির্বাচনী মাঠে আধিপত্য ছিল জাতীয় পার্টির (জাপা)। সময়ের ব্যবধানে জাপার সেই অবস্থান আর নেই। তবে নির্বাচন এলেই সবার আগে আলোচনায় আসে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দলের কথা। ২০০১ সালে জাপার প্রার্থীকে হারিয়ে সিলেট-৩ আসন দখলে নেয় বিএনপি। এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি চলে যায় আওয়ামী লীগের ঘরে। এরপর থেকে এই আসন এখন পর্যন্ত দলটির কবজায়। জাপা এখন অনেকটা ব্রাত্য। ভোট বেড়েছে আওয়ামী লীগ-বিএনপির। তবে দুই দলের ভোট প্রায় সমান সমান। আগামী নির্বাচনে জয় তাই অনেকটা নির্ভর করছে ভাসমান বা নির্দলীয় ভোটারদের ওপর।
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে মাঠে নেমেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অর্ধডজন নেতা। তাঁরা হলেন হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। দলীয় মনোনয়ন পেতে মাঠে আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ এবং সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী।
বিএনপি নির্বাচনে অংশ নিলে দলীয় মনোনয়ন চাইবেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের এপিএস এবং দলটির সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম এবং দলটির চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা এম এ হকের ছেলে ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি শফি আহমেদ চৌধুরীও আছেন মাঠে।
জাপার মনোনয়নপ্রত্যাশী দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিকসহ বেশ কয়েকজন। আতিক সর্বশেষ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আসনের তিন উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির হানাহানি না থাকলেও সরব উপস্থিতি আছে দুই দলেরই। স্থানীয়রা বলছেন, ভোটেও দুই দল সমান সমান। প্রার্থীর ব্যক্তি জনপ্রিয়তা, দলের নির্বাচনী চমক এবং দলের বাইরের ভোটারদের ভোট ঠিক করে দেবে, কে হবেন আসনের এমপি। আওয়ামী লীগে বর্তমান এমপির পাশাপাশি ডা. দুলালেরও জনপ্রিয়তা রয়েছে। তবে পিছিয়ে নেই বিএনপিও। ব্যক্তি হিসেবে বিএনপির কাইয়ুম চৌধুরীও বেশ জনপ্রিয়। তিনি প্রার্থী হলে ভোটে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, এখানে তাঁদের অবস্থান বেশ সুদৃঢ়। সংগঠনগুলো সক্রিয়। করোনাভাইরাস ও বন্যায় মানুষের পাশে থাকায় নেতাদের জনপ্রিয়তা বেড়েছে। বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘জনগণ যে প্রত্যাশা নিয়ে মহামারি করোনার মধ্যেও উপনির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, আমিও মানুষের সেই প্রত্যাশা পূরণে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’
ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ‘তিন উপজেলার মানুষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। সার্বিক দিক বিবেচনায় আমি দলীয় মনোনয়নের যোগ্য। মনোনয়ন দিলে জয় নিশ্চিত।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে আপাতত ভাবছি না। মানুষের ভাতের ও ভোটের অধিকার নিয়ে আন্দোলন করছি। যদি এগুলো নিশ্চিত করতে পারি, আর দল নির্বাচনে অংশ নেয়, তখন মনোনয়নপ্রত্যাশী।’
একাধিক ভোটারের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাঁরা বলছেন, দলগতভাবে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ভালো। ব্যক্তি হিসেবে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন বেশ জনপ্রিয়। আসনটিতে তিনি নৌকার বলয় গড়তে সক্ষম হয়েছেন। নেই কোনো কোন্দল। নৌকার প্রতি একটু টান আছে অনেকের। তবে এবার বিএনপির বাজিমাত করার সুযোগ রয়েছে। সবকিছুই নির্ভর করছে নির্বাচন কেমন হবে এবং কারা অংশ নেবেন তার ওপর।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ২৯৩। পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৮৬৮ এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৪২৫ জন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪