Ajker Patrika

দন্ত চিকিৎসার অবৈধ দুই কেন্দ্র সিলগালা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ১৮: ৫৯
দন্ত চিকিৎসার অবৈধ দুই কেন্দ্র সিলগালা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দন্ত চিকিৎসার দুটি কেন্দ্র সিলগালা করা হয়েছে। একই সময়ে দুজনকে মোট দেড় লাখ জরিমানা করা হয়েছে। গতকাল রোববার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব। মাটিরাঙ্গা বাজারের ওষুধের দোকান ও দন্ত চিকিৎসা কেন্দ্রে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ল্যাব পরিচালনার অনুমতিপত্র না থাকা, নামের আগে দন্ত চিকিৎসক লেখা ও বিএমডিএসের নিবন্ধন ছাড়া দন্ত চিকিৎসার কেন্দ্র করায় তাজ মেডিকেল হলের মালিককে এক লাখ এবং ‘মাটিরাঙ্গা ডেন্টালের’ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে জননী ডেন্টাল কেয়ার ও শর্মা ডেন্টাল কেয়ার সিলগালা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ল্যাব পরিচালনার অনুমতিপত্র না থাকা এবং নিবন্ধন ছাড়া চিকিৎসাকেন্দ্র চালানোর অপরাধে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত