Ajker Patrika

খাতা বানাতে নির্বাচনী পোস্টার সংগ্রহ করছে শিশুরা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
খাতা বানাতে নির্বাচনী পোস্টার সংগ্রহ করছে শিশুরা

রাজশাহীর দুর্গাপুরে ভোট শেষ হতেই প্রচারের পোস্টার নামানোর হিড়িক পড়েছে। এ কাজে শিশুরাই বেশি অংশ নিচ্ছে। তাঁরা ঝকঝকে সাদা পোস্টার দিয়ে খাতা বানাবে। গ্রামগঞ্জে বড়রাও শিশুদের পোস্টার সংগ্রহ করে দিচ্ছেন।

রাজশাহী-৫ আসনের অধীনে দুর্গাপুরের ৬৪টি কেন্দ্রে গত রোববার বিকেলে ভোট গ্রহণ শেষে শিশুরা পোস্টার নামানো শুরু করে। তারা বাড়ি থেকে হাঁসুয়া ও বাঁশের লগি নিয়ে আসে। এসব দিয়ে উঁচুনিচু স্থানে ঝোলানো পোস্টারের রশি কেটে নেয়। গতকাল সোমবার সকালেও এ কাজ অব্যাহত ছিল।

দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একগুচ্ছ পোস্টার নিয়ে যাচ্ছিল রবিন ও মোস্তাকিন। তারা পড়ালেখা করে চতুর্থ শ্রেণিতে। দুজন জানায়, এসব পোস্টার দিয়ে মায়ের কাছ থেকে খাতা বানিয়ে নেবে তারা। এ জন্য ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই পোস্টার নামিয়ে জড়ো করেছে। পোস্টারের খাতায় লেখালেখির পাশাপাশি ছবি আঁকবে দুই শিশু।

রাজশাহী-৫ আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে ছয় প্রার্থী অংশ নেন। প্রায় সবাই তুমুল প্রচার চালান। নির্বাচনী এলাকায় আনাচে-কানাচে ছেয়ে যায় প্রার্থীদের পোস্টারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত