নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ কিছু করার লক্ষ্যে বাংলাদেশ কতটা মরিয়া, সেটি এরই মধ্যে প্রমাণ হয়েছে। ওয়ানডে সিরিজ তো জেতাই হয়েছে। বাংলাদেশ টেস্টেও যে ভালো করতে চায়, সেটি বোঝা গেল ওয়ানডে দলের সঙ্গেই শুধু টেস্ট দলের খেলোয়াড়দের উড়িয়ে নিয়ে যাওয়া এবং কেপটাউনে তাঁদের বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা।
ওয়ানডে দলের বাইরে থাকা সাত ক্রিকেটারকে নিয়ে কেপটাউনের গ্যারি কারস্টেনের একাডেমিতে দারুণ সময় কাটিয়েছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। এ সময়ে বাংলাদেশের পেসারদের দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কীভাবে ভালো করা যায়, সেই পরামর্শ দিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি কারস্টেন নিজেও।
ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ দল আছে দুই দিনের বিশ্রামে। আগামীকাল অনুশীলন শুরু করবে তারা। প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয়ের আত্মবিশ্বাসী বাংলাদেশ দল টেস্টেও বিশেষ কিছু করে দেখাতে চায়। বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর সিডন্সের জন্য নতুন কিছু নয়। ২০০৮ সালে তাঁর অধীনে দক্ষিণ আফ্রিকায় খেলেছিল বাংলাদেশ। ১৪ বছর আগের সফর আর এই সফরের সঙ্গে নিশ্চিত অনেক পার্থক্য খুঁজে পাচ্ছেন সিডন্স। কেপটাউনে ১০ দিনের অনুশীলন অভিজ্ঞতা নিয়ে সিডন্স আজকের পত্রিকাকে বলেছেন, ‘কেপটাউনে আমাদের (টেস্ট দলের) অনুশীলন ভালো হয়েছে। আমরা টেস্ট ম্যাচগুলোর জন্য দারুণ প্রস্তুতি নিচ্ছি।’
অবশ্য যেকোনো সফরকারী দলের জন্যই দক্ষিণ আফ্রিকা সব সময়ই কঠিন প্রতিপক্ষ। গত তিন বছরে তাদের মাঠে এশিয়ার কোনো দেশই টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। সিডন্স সেটা জেনেই বললেন, ‘এখানে প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জ নিয়ে আসে। আমাদের লক্ষ্য সেগুলো প্রতিরোধ করা ও প্রতিপক্ষকে উল্টো চ্যালেঞ্জ জানানো।’
সদ্য ওয়ানডে সিরিজ জয় তো আছেই, বাংলাদেশকে আরও উজ্জীবিত করবে প্রোটিয়াদের টেস্ট দল। আইপিএলে যাওয়ায় থাকছেন না তাদের নিয়মিত দুই ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা। নিয়মিত একাদশের দুই ব্যাটারও থাকছেন না এই সিরিজে। তবু এই দক্ষিণ আফ্রিকাকে দুর্বল ভাবতে রাজি নন সিডন্স। তিনি বলছেন, ‘দক্ষিণ আফ্রিকা শক্তিশালী টেস্ট দল। তাদের সিস্টেমের গভীরতাও অনেক, তারা ভয়ংকর হবে। কিন্তু তাদের বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা চলে যাওয়ায় কিছুটা দুর্বলও থাকবে।’
কেপটাউনের প্রস্তুতি নিয়ে খুশি পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। টেস্ট সিরিজকে ভালো একটি সুযোগ হিসেবে দেখছেন এই পেসারও। বলেছেন, ‘ভালো অনুশীলন হয়েছে। আমরা সেখানে মাঝ উইকেটে অনুশীলন করেছি। আশা করি এটা আমাদের কাজে দেবে।’ আর বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক গতকাল ডারবানে সাংবাদিকদের বলেন, ‘এটা (ফুরফুরে মেজাজের দল) অবশ্যই আমাদের আত্মবিশ্বাসী করবে। আমি অধিনায়কত্ব পাওয়ার পর থেকে সংগ্রাম করেছি। ওয়ানডেতে আমরা খুব ভালো দল, টেস্টে (ধারাবাহিক হতে) আমাদের আরেকটু সময় লাগবে। ২-৩ বছর পর আমরা হয়তো টেস্টে একটা ভালো দল হতে পারব।’
কেপটাউনে ১০ দিনের অনুশীলন হয়েছে। ৩১ মার্চ ডারবানে প্রথম টেস্ট শুরুর আগে বাংলাদেশ ঝালিয়ে নিতে সময় পাবে আরও এক সপ্তাহ। আগের তিন সফরে দক্ষিণ আফ্রিকার এই বিখ্যাত ভেন্যুতে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। এবার এখানেই আরেকটি ইতিহাস লিখতে চায় বাংলাদেশ। আর সেটি করতে বাংলাদেশের প্রস্তুতির কোনো ঘাটতি থাকার কথাও নয়।
এবার দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ কিছু করার লক্ষ্যে বাংলাদেশ কতটা মরিয়া, সেটি এরই মধ্যে প্রমাণ হয়েছে। ওয়ানডে সিরিজ তো জেতাই হয়েছে। বাংলাদেশ টেস্টেও যে ভালো করতে চায়, সেটি বোঝা গেল ওয়ানডে দলের সঙ্গেই শুধু টেস্ট দলের খেলোয়াড়দের উড়িয়ে নিয়ে যাওয়া এবং কেপটাউনে তাঁদের বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা।
ওয়ানডে দলের বাইরে থাকা সাত ক্রিকেটারকে নিয়ে কেপটাউনের গ্যারি কারস্টেনের একাডেমিতে দারুণ সময় কাটিয়েছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। এ সময়ে বাংলাদেশের পেসারদের দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কীভাবে ভালো করা যায়, সেই পরামর্শ দিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি কারস্টেন নিজেও।
ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ দল আছে দুই দিনের বিশ্রামে। আগামীকাল অনুশীলন শুরু করবে তারা। প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয়ের আত্মবিশ্বাসী বাংলাদেশ দল টেস্টেও বিশেষ কিছু করে দেখাতে চায়। বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর সিডন্সের জন্য নতুন কিছু নয়। ২০০৮ সালে তাঁর অধীনে দক্ষিণ আফ্রিকায় খেলেছিল বাংলাদেশ। ১৪ বছর আগের সফর আর এই সফরের সঙ্গে নিশ্চিত অনেক পার্থক্য খুঁজে পাচ্ছেন সিডন্স। কেপটাউনে ১০ দিনের অনুশীলন অভিজ্ঞতা নিয়ে সিডন্স আজকের পত্রিকাকে বলেছেন, ‘কেপটাউনে আমাদের (টেস্ট দলের) অনুশীলন ভালো হয়েছে। আমরা টেস্ট ম্যাচগুলোর জন্য দারুণ প্রস্তুতি নিচ্ছি।’
অবশ্য যেকোনো সফরকারী দলের জন্যই দক্ষিণ আফ্রিকা সব সময়ই কঠিন প্রতিপক্ষ। গত তিন বছরে তাদের মাঠে এশিয়ার কোনো দেশই টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। সিডন্স সেটা জেনেই বললেন, ‘এখানে প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জ নিয়ে আসে। আমাদের লক্ষ্য সেগুলো প্রতিরোধ করা ও প্রতিপক্ষকে উল্টো চ্যালেঞ্জ জানানো।’
সদ্য ওয়ানডে সিরিজ জয় তো আছেই, বাংলাদেশকে আরও উজ্জীবিত করবে প্রোটিয়াদের টেস্ট দল। আইপিএলে যাওয়ায় থাকছেন না তাদের নিয়মিত দুই ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা। নিয়মিত একাদশের দুই ব্যাটারও থাকছেন না এই সিরিজে। তবু এই দক্ষিণ আফ্রিকাকে দুর্বল ভাবতে রাজি নন সিডন্স। তিনি বলছেন, ‘দক্ষিণ আফ্রিকা শক্তিশালী টেস্ট দল। তাদের সিস্টেমের গভীরতাও অনেক, তারা ভয়ংকর হবে। কিন্তু তাদের বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা চলে যাওয়ায় কিছুটা দুর্বলও থাকবে।’
কেপটাউনের প্রস্তুতি নিয়ে খুশি পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। টেস্ট সিরিজকে ভালো একটি সুযোগ হিসেবে দেখছেন এই পেসারও। বলেছেন, ‘ভালো অনুশীলন হয়েছে। আমরা সেখানে মাঝ উইকেটে অনুশীলন করেছি। আশা করি এটা আমাদের কাজে দেবে।’ আর বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক গতকাল ডারবানে সাংবাদিকদের বলেন, ‘এটা (ফুরফুরে মেজাজের দল) অবশ্যই আমাদের আত্মবিশ্বাসী করবে। আমি অধিনায়কত্ব পাওয়ার পর থেকে সংগ্রাম করেছি। ওয়ানডেতে আমরা খুব ভালো দল, টেস্টে (ধারাবাহিক হতে) আমাদের আরেকটু সময় লাগবে। ২-৩ বছর পর আমরা হয়তো টেস্টে একটা ভালো দল হতে পারব।’
কেপটাউনে ১০ দিনের অনুশীলন হয়েছে। ৩১ মার্চ ডারবানে প্রথম টেস্ট শুরুর আগে বাংলাদেশ ঝালিয়ে নিতে সময় পাবে আরও এক সপ্তাহ। আগের তিন সফরে দক্ষিণ আফ্রিকার এই বিখ্যাত ভেন্যুতে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। এবার এখানেই আরেকটি ইতিহাস লিখতে চায় বাংলাদেশ। আর সেটি করতে বাংলাদেশের প্রস্তুতির কোনো ঘাটতি থাকার কথাও নয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে